মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সাদাকালো’ তাদের বিশেষ সংগ্রহ নিয়ে প্রস্তুত। শিরোনাম, ‘একুশ সমাহার ২০২৫’।
বরাবরই সাদাকালো বিশেষ গুরুত্বের সঙ্গে একুশের নকশা নিয়ে কাজ করে। এ বছরেও ব্যতিক্রম নয়। এবারের ডিজাইনে নান্দনিকতার সূক্ষ্ম নকশায় ক্যালিগ্রাফির মাধ্যমে একুশের গান– ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র চরণসমূহ ফুটে উঠেছে বাংলাদেশের মানচিত্রের অভ্যন্তরে।
ভাষা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের সংগ্রহে আরও উঠে এসেছে কালো-সাদার চিরায়ত মেলবন্ধন, যা আমাদের ভাষা আন্দোলনের প্রতীক। এই সংকলনে আছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ এবং অন্যান্য ফিউশন পোশাক, যা আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করছে। ছোটদের জন্য তৈরি করেছে শাড়ি, কামিজ, পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে একুশের ফ্যামিলি কালেকশন।
সাদাকালোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক আজাদ এবারের আয়োজন নিয়ে বলেন, ‘ভাষা আমাদের পরিচয়ের অংশ। একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, আমাদের গর্বের প্রতীক। তাই আমরা চেয়েছি আমাদের পোশাকের মাধ্যমে সেই চেতনাকে উদযাপন করতে।’
এবারের বিশেষ সংগ্রহটি পাওয়া যাচ্ছে ‘সাদাকালো’র অনলাইন প্ল্যাটফর্ম ও আউটলেট সমূহে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সাদাকালো’র সৌজন্যে