নিজেকে সবার মাঝে একটু আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশিই। দেশের ফ্যাশন হাউসগুলো এই প্রজন্মের ট্রেন্ডি ফ্যাশনের দিকটিকে মাথায় রেখে সাজায় তাদের কালেকশন। দেশের অন্যতম সেরা লাইফস্টাই ব্র্যান্ড টুয়েলভও ব্যতিক্রম নয়। এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বরাবরের মতো এবারও টুয়েলভ তার ঈদের কালেকশনে ঋতু বৈচিত্রের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। এথনিক ও ওয়েস্টার্ন– দুটি ভাগেই নতুনত্ব এনে সাজিয়েছে পণ্য সম্ভার। এবারের টুয়েলভের পোশাকের নকশায় একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া দেখতে পাওয়া যায়।
এথনিকে মেনজ কালেকশন ওমেন্স কালেকশন, কিডস বয়েজ ও কিডস গার্লস– সব ক্যাটাগরি নিয়ে কাজ করা হয়েছে। টুয়েলভের ঈদ এথনিক কালেকশনে মেয়েদের সেলোয়ার কামিজ , কুর্তির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবির বিশাল সমাহারের সঙ্গে সঙ্গে কোটি, পাজামা, বাচ্চা ছেলেদের পাঞ্জাবি, বাচ্চা মেয়েদের ফ্রক , টু-পিস, সেলোয়ার কামিজ প্রভৃতির একটি ভালো রেঞ্জ পাওয়া যাবে।
ঈদ মাথায় রেখে পুরো কালেকশনকে কিছু প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জামদানি মোটিফ ইন্সপায়ার্ড কালেকশন, পিক্সেল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, মুঘল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, ফ্লোরাল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন ইত্যাদি-সহ ঈদের একটি বেসিক জেনারেল কালেকশন। মূলত সব প্রাইজ ক্যাটেগরির কথা মাথায় রেখে বেসিক ও প্রিমিয়াম– দুই প্রাইজ রেঞ্জেই এই থিমগুলো নিয়ে কাজ করেছে ব্র্যান্ডটি।
বরাবরের মতো ঈদ আমাদের যাপিত জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি উদযাপন। সেই আদি মুঘল আমলের বিভিন্ন তৈজসপত্রের ওপর অলংকৃত নকশা থেকে শুরু করে আমাদের ঐতিহ্য, ‘জামদানি’ কারিগরদের সুনিপুণ দক্ষতায় রচিত নকশাগুলো টুয়েলভের এবারের ঈদের কালেকশনে দেখা যাবে। সেই মুঘল আমলের নকশা থেকে সূত্র ধরে একটা ফ্লোরাল কালেকশনে মধ্য দিয়ে এটা পিক্সেলের জ্যামিতিক নকশাই রূপান্তরিত হয়ে জামদানি কালেকশন পর্যন্ত চলে যাবে– মূলত এটাই এই কালেকশনের মূল রূপরেখা।
প্রতিটা কালেকশনে ফ্যাব্রিক সিলেক্ট করার সময় কাস্টমারের আরাম ও স্বাচ্ছন্দ্যবোধকে বিবেচনা করা হয়েছে। বাচ্চাদের কালেকশনে বিষয়টি প্রাধান্য পেয়েছে আরও বেশি। ছোটদের পাশাপাশি , বড়দের জন্যও টুয়েলভ এই কালেকশনে আরামদায়ক কিছু কাপড় নিয়ে কাজ করা হয়েছে।
গরমের কথা মাথায় রেখে কালেকশনের একটি বড় অংশ সুতির উপরে করার চেষ্টা করা হয়েছে; তবে যেহেতু উৎসব, তাই একে কেন্দ্র করে ফ্যাব্রিকের চারিত্রিক বৈশিষ্ট্যের নানারূপের দেখা মিলবে এখানে। থাকছে হাফ সিল্ক, ব্লেন্ডেড সিল্ক, মিক্স কটন, জর্জেট, ডাবল জর্জেট, ব্রেন্ডেড সিল্ক থেকে শুরু করে জ্যাকার্ডের এক বিরাট সমারোহ।
মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রেঞ্জের কুর্তির পাশাপাশি কোঅর্ড সেট, থ্রি-পিস সেট, এথনিক গাউন, টু-পিস সেট, এথনিক টপ, ফিউশন কুর্তি সহ আরও বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে টুয়েলভের পুরো ঈদ আয়োজন।
মেয়েদের কাপড়ের ক্ষেত্রে গরমের সময়টা মাথায় রেখে পুরো ঈদ কালেকশনে সুতি কাপড়ের উপর যেমন জোর দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মিক্সড কটনের পাশাপাশি আরও আছে জর্জেট, শিফন, মসলিনসহ বিভিন্ন কাপড়ের সমাহার। রেগুলার রেঞ্জ এবং প্রিমিয়াম রেঞ্জ– এই দুই বিভাগে ভিন্ন ভিন্ন কাপড়ের উপরে সার্ফেস অর্নামেন্টেশনের ভিন্নমাত্রার প্রয়োগ দেখা যাবে। প্রোডাক্টের সারফেস অলংকরণের জন্য বিভিন্ন প্রিন্ট মিডিয়া, যেমন স্ক্রিনপ্রিন্ট ডিজিটাল প্রিন্টের ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে এমব্রয়ডারির পাশাপাশি কারচুপি সুক্ষ হাতের নিখুঁত কাজের সুনিপুণ কারিগরি দক্ষতায় সেজে উঠেছে টুয়েলভের এবারের ঈদের কালেকশন।
বাচ্চাদের জন্য টুয়েলভের এথনিক এবং ওয়েস্টার্ন সব ক্যাটাগরিতে ঈদকে মাথায় রেখে একটি বড় কালেকশন সাজানো হয়েছে। নিউ বর্ন কিডস থেকে শুরু করে টিনএজার কিডস, গার্লস ও বয়েজ– সব বয়স সীমার বাচ্চাদের উপযোগী পোশাক রয়েছে এই সংগ্রহে। কিডস বয়েজের জন্য ঈদের একনিক পাঞ্জাবির পাশাপাশি আরও থাকছে শার্ট, টি শার্ট, কাবলি। আর বাচ্চা মেয়েদের জন্য থাকছে ফ্রক, টু-পিস সেটসহ সেলোয়ার-কামিজ-ওড়নার থ্রি-পিস সেট।
এবার ঈদে একটা অন্যতম আকর্ষণ, টুয়েলভের কম্বো প্যাকেজের কালেকশন। যেখানে মা-মেয়ে কিংবা বাবা-ছেলের জন্য একই ধরনের কাপড় পাবেন। পরিবারের কাছের মানুষদের সঙ্গে একই রকমের কাপড় পরে ঈদের আনন্দকে সবার মাঝে দ্বিগুণ হারে বিলিয়ে দিতে বেছে নিতে পারেন টুয়েলভের ঈদ কালেকশনে কম্বো প্যাকেজগুলো।
- ক্যানভাস অনলাইন
ছবি: টুয়েলভ-এর সৌজন্যে