skip to Main Content
ব্লুচিজ এখন খুলনায়

বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধমান ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ খুলনায় নতুন আউটলেট উদ্বোধন করেছে। ৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ওপেনিং। দেশের আরও বেশি মানুষের কাছে আধুনিক, স্টাইলিশ ও আরামদায়ক ফ্যাশন পৌঁছে দেওয়ার যাত্রায় একে একটি বড় মাইলফলক হিসেবে গণ্য করে ব্র্যান্ডটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

খুলনার ফ্যাশনপ্রেমীরা আনন্দ ও উদ্দীপনার উৎসবে মেতে উঠেন ব্লুচিজের খুলনা গ্র্যান্ড ওপেনিংয়ে। ব্লুচিজের কালেকশনগুলো যা সহজে ঐতিহ্যবাহী সৌন্দর্য এবং আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। গুণ, আরাম এবং স্বতন্ত্রতা নিয়ে ব্লুচিজ তার পণ্যগুলোর মাধ্যমে সেই সব মানুষের জন্য ফ্যাশন পুনঃসংজ্ঞায়িত করছে, যারা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের একান্ত স্টাইল প্রকাশ করতে চান।

খুলনা আউটলেটের একটি বিশেষ আকর্ষণ হলো বেলওয়ারি কর্নার, যেখানে প্রদর্শিত হচ্ছে জামদানি শাড়ির একটি নির্বাচিত সংগ্রহ। এই কালেকশন বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সূক্ষ্ম কারুকার্যকে উদযাপন করে, সঙ্গে আধুনিক ডিজাইন উপাদানও অন্তর্ভুক্ত রয়েছে।

ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান এই সম্প্রসারণ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘খুলনায় আমাদের আউটলেট খোলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য সব সময় এমন ফ্যাশন তৈরি করা, যা স্বাতন্ত্র্যের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যকেও শ্রদ্ধা জানায়। আমরা আমাদের ডিজাইনগুলো নতুন দর্শকদের কাছে নিয়ে যেতে পেরে আনন্দিত এবং আত্মবিশ্বাসের মাধ্যমে স্টাইলের অনুপ্রেরণা দিতে চলেছি।’

গ্র্যান্ড ওপেনিংয়ে ব্লুচিজের সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান এবং সিওও ফজলে রাব্বী উপস্থিত ছিলেন, যারা খুলনার ফ্যাশনপ্রেমীদের এই নতুন গন্তব্যে স্বাগত জানান।

উদ্বোধনীতে অংশ নেওয়া ক্রেতারা জানান, ব্লুচিজের নকশা ও পোশাকের গুণগত মান অন্যদের থেকে আলাদা। নতুন আউটলেট সম্পর্কে এক ক্রেতা বলেন, ‘ব্লুচিজের ডিজাইন সব সময় ট্রেন্ডি ও ইউনিক। খুলনায় এমন একটি ব্র্যান্ডের স্টোর পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।’

এভরিডে এসেনশিয়াল থেকে শুরু করে বোল্ড স্টেটমেন্ট পিস পর্যন্ত, ব্লুচিজ খুলনা আউটলটে পাবেন বৈচিত্র্যময় এবং প্রিমিয়াম পোশাকের কালেকশন, যা ব্র্যান্ডটির প্রামাণিকতা, উদ্ভাবন ও সৌন্দর্য প্রাপ্তির প্রতিশ্রুতি রক্ষা করে।

ঠিকানা: এ-৫৫, মজিদ সরণী, (হোটেল সিটি ইন এর বিপরীতে), শিব বাড়ি মোড়, সোনাডাঙ্গা, খুলনা। ওয়েবসাইট: www.blucheez.fashion। ফেসবুক: www.facebook.com/blucheez.bd

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top