ফটোগ্রাফির দুনিয়ায় ইনস্টাগ্রাম বিশেষ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন। এই অ্যাপের ফটো এডিটিং ফিল্টার ও ফটো এডিটের নানা রকম বৈচিত্র্যপূর্ণ টুল বিশেষভাবে জনপ্রিয় নেটিজেনদের কাছে। ফটো এডিট করে ক্যাপশনসহ এই অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় ইন্সটা দুনিয়ায়, আবার সেই ফটোগ্রাফ ইচ্ছামতো শেয়ার করা যায় ফেসবুক কিংবা টুইটারে। অবশ্য শুধুই ফটোগ্রাফিতে থেমে থাকেনি ইনস্টাগ্রাম। ক্রমে তারা ভিডি ক্লিপ এডিট ও আপলোডের ব্যবস্থাও করেছিল। এবার তাদের উপহার ইনস্টাগ্রাম টিভি। প্রায় এক ঘণ্টার ভিডিও এই ইনস্টাগ্রাম টিভিতে আপলোড করা যাবে এবার থেকে। তবে তার জন্য ইনস্টাগ্রাম অ্যাপে কাজ হবে না, গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে ইনস্টা টিভির অ্যাপ।
ইনস্টাগ্রামের এই নতুন ইনস্টা টিভি অ্যাপ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভিডিওগ্রাফির ইন্টারনেট দুনিয়া ইউটিউবকে। এত দিন কেবল ইউটিউবই লম্বা সময়ের ভিডিওগ্রাফি বা ভিডিও ক্লিপ আপলোডের সুযোগ করে দিয়েছে। তাই ইন্টারনেট দুনিয়ার অডিও ভিজ্যুয়াল মাধ্যমে ইউটিউব প্রায় মনোপলি ব্যবসা করেছে। কিন্তু সেই একচেটিয়া ব্যবসার সামনে এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হলো ইনস্টাগ্রাম টেলিভিশন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ-ইন করে সর্বোচ্চ এক ঘণ্টা সময়ের ভিডিও আপলোড করা যাবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ভবিষ্যতে এই টাইম ডিউরেশন লেন্থ আরও বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।