যৌন উত্তেজনা ধরে রাখতে কিংবা সঙ্গমের সময়কাল দীর্ঘ করতে অনেকেই ভায়াগ্রার মতো যৌন ওষুধের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু গবেষণা বলছে, এ ধরনের ওষুধ সুস্থ-সবল জীবনের জন্য ক্ষতিকর। ভায়াগ্রার মতো ওষুধ যৌনজীবন ধরে রাখার জন্য কার্যকর, এটা হয়ত ঠিক, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষতিকর। কারণ, এ ধরনের ওষুধ তৈরির সময় যেসব রাসায়নিক যৌগ মেশানো হচ্ছে, তা শরীরের জন্য হুমকিস্বরূপ।
সম্প্রতি, ফিলবানসেরিন নামে যৌন উত্তেজনাবর্ধক একটি পিলে এ ধরনের প্রবণতা লক্ষ করা গেছে। হল্যান্ডের গবেষকদের একটি দল এই পিল নিয়ে একটি পরীক্ষা চালায়।
ওই পিল ব্যবহারকারী বেশ কিছু নারীর ওপর সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার তথ্য একটি আন্তর্জাতিক মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। মোট আট ধরনের বিভিন্ন পরীক্ষায় ফিলবানসেরিন নামে ওই পিলের ব্যবহারকারী ৫,৯১৪ জন নারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। ওই তথ্য বলছে, ওই নারীরা এ ধরনের পিল ব্যবহার করার ফলে অল্পতেই ক্লান্ত হয়ে যান।
সাময়িকভাবে এই নারীরা তাদের যৌন ইচ্ছার মাত্রা বাড়াতে সক্ষম হলেও তাদের মধ্যে অনেকের যতই সময় এগিয়েছে, ততই কমতে শুরু করেছে যৌনাকাঙ্ক্ষা। আর দিনে যারা বেশ কয়েকবার এ ধরনের পিল নিতেন, তারা এখন অস্বাভাবিক মাত্রায় ঘুমাচ্ছেন, কেউ কেউ আবার তীব্র মাথাব্যথায় ভুগছেন।
গবেষণায় প্রমাণিত হয়েছে, এ ধরনের পিলের মারাত্মক প্রভাব পড়ে মস্তিষ্কে। ফলে মহিলারা আক্রান্ত হচ্ছে নিম্ন রক্তচাপজনিত সমস্যায়।
তাই যৌন উত্তেজনা বাড়াতে ওষুধ ব্যবহার না করে নানা ধরনের ব্যায়ামের সাহায্য নেওয়া যেতে পারে। তবে জোর করে যৌন ইচ্ছা ফিরিয়ে না এনে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রেম ও ভাবনা বিনিময়ের যাপন অনেক বেশি সুস্থতার লক্ষণ।