যুগটাই নাকি সেলফির। মোবাইল ফোন হাতে করে মানুষ যেখানেই যাচ্ছে, নিজেদের বন্দি করছে সেলফিতে। এটি যেন মানুষের নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে গেছে। রেস্তোরাঁ কিংবা সুন্দর কোনো স্থানে গেলেই মানুষ এখন একটি সেলফি তুলবেই। আর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলে কিংবা বন্ধুরা কোথাও মিলিত হলে তো কথাই নেই, তোলা হয় একের পর এক সেলফি।
সেলফি তোলারও রয়েছে নানা ভঙ্গি। এখনকার ছেলেদের মধ্যে কপাল কুঁচকে ছবি তোলার একটা রেওয়াজ দেখা যায়। মেয়েরা আবার ঠোঁট পাউট করে সেলফি তোলে। দাঁড়ানোর ভঙ্গিতেও আছে বৈচিত্র্য। এই সেলফি নিয়েই বিশেষজ্ঞরা এবার দিয়েছেন নতুন এক তথ্য।
সেলফি দেখে মানুষের ব্যক্তিত্ব আঁচ করা যাবে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সেলফির পোজ দেখেই মানুষের ব্যক্তিত্বের কোনো একটি দিক সঠিকভাবে বলে দেওয়া সম্ভব। কিছু কিছু বিবেচনায় আচরণের সঙ্গে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে মিল পাওয়া যায়। অনেকে আছেন যারা ইচ্ছা করে কৃত্রিম পোজ দিয়ে ছবি তোলেন। কেউ কেউ আছেন যারা নিজের অজান্তেই পোজ দিয়ে থাকেন। যারা নিজের অজান্তেই সেলফিতে পোজ দেন, তাদের ক্ষেত্রেই নিচের তথ্যগুলো প্রযোজ্য হবে।
পুওট বা ডাকফেস: সেলফিতে এ পোজটি সবচেয়ে বেশি জনপ্রিয়। যারা সেলফি তোলার সময়ে স্বভাবগত কারণেই পুওট বা ডাকফেস করে থাকেন, তারা আবেগগত দিক দিয়ে অন্যদের তুলনায় একটু বেশি অস্থির প্রকৃতির হয়ে থাকেন।
চোখ সরাসরি ক্যামেরার দিকে রাখা: যারা সেলফি তোলার সময় সরাসরি ক্যামেরার দিকে তাকান, তারা অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্বের গুণ থাকে। নিজের বিষয়ে বিশ্বাস না থাকলে অনেকেই সরাসরি ক্যামেরার দিকে তাকাতে চান না।
হাসিমুখে তোলা সেলফি: অনেকেই আছেন যারা সেলফি তুলতে গেলে না হেসে থাকতে পারেন না। নিজের অজান্তেই সেলফি তোলার সময় তাদের মুখে হাসি দেখ যায়। এমন মানুষগুলো খুব বন্ধুত্বপরায়ণ হয়। বন্ধু হিসেবে এরা দারুণ এবং সুন্দর মনের অধিকারী হয়ে থাকেন।
বিচিত্র পোজ: কেউ কেউ আছেন সেলফি তোলার সময়ে জিহ্বা, ঠোঁট, চোখ ও মুখমণ্ডল উল্টেপাল্টে ফেলেন। এমন মানুষগুলো বেশ মজার হয়ে থাকেন। আসর জমাতে এরা স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় পটু। তারা জীবনকে উপভোগ করেনে এবং বেশির ভাগ সময় পার্টি মেজাজে থাকে।
ব্যাকগ্রাউন্ডটাই আসল: অনেকে সেলফি তোলার সময় সেলফির পেছনের দৃশকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এর অর্থ তারা তারা মানুষদের দেখাতে পছন্দ করেন। তারা বোঝাতে চান পৃথিবীর এই অপার সৌন্দর্যের মাঝে তারা নিজেদের খুঁজে পেয়েছেন।
ক্লোজ সেলফি: এমন সেলফিতে ব্যাকগ্রাউন্ড থাকে না বললেই চলে। যারা এমন সেলফি তোলেন তারা সাধারণত একটু চোরা মনের অধিকারী হয়ে থাকেন। তারা নিজেদের লুকিয়ে রাখতে পছন্দ করেন। কোনো কিছু আড়াল করে রাখাই এদের পছন্দের কাজ। সহজে এরা নিজেদের মেলে ধরতে চান না।
যা হোক, মনে রাখতে হবে, সেলফি দেখে যেসব তথ্য পাওয়া যাবে সবই যে সত্য তা কিন্তু নয়।