skip to Main Content

পোর্টফোলিও I গ্লুড টুগেদার

গয়নার জৌলুশে এরই মধ্যে দীপ্যমান এই ব্র্যান্ড। যাত্রা শুরু ২০১৫ সালে। এর কর্ণধার আর্কিটেক্ট। ইট-কাঠ-সিমেন্টে বাড়ি বানানোর কৌশলে সিদ্ধহস্ত। কিন্তু নিজের সৃজনশীলতাকে ভালোবেসে বাঁচতে চাইলেন। সেখান থেকেই গ্লুড টুগেদারের জন্ম। মেহনাজ আহমেদ আদিবা। গ্লুড টুগেদার যার ব্রেইন চাইল্ড। উৎসাহ ছিলেন মা। ছোটবেলা থেকে শৈল্পিকতার শিক্ষা তার কাছে। সেই সৃজনের আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টায় বানাতে বসলেন গয়না। প্রশিক্ষিত করলেন কারিগরদের। তাদের বংশপরম্পরায় ধরে রাখা শিল্পকে নতুন করে বাঁচিয়ে তোলার আকাঙ্ক্ষা ছিল তীব্র। ক্রেতা সন্তুষ্টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন প্রথম থেকে। পেয়েছেন ইতিবাচক ফিডব্যাকও। ব্যস্ত শহরের ততোধিক ব্যস্ত নাগরিকদের জন্য অনলাইনে মনোযোগী গ্লুড টুগেদার টিম। প্রোডাক্ট লাইনে টপ টু টো জুয়েলারি। একসঙ্গে কান আর গলার অলংকার তো আছেই, আবার আলাদা করেও পাওয়া যায় এই দুই জুয়েলারি পিস। চাহিদা মোতাবেক কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। গুলশানে নিজস্ব স্টুডিও। নাম আলনা খেলনা। সরাসরি সেখানে দেখা যাবে এই লেবেলের কাজ। ব্র্যান্ডটির মার্কেটিং হেড মেহনাজের জীবনসঙ্গী সৈয়দ ফজলে রাব্বি।
ঠিকানা: আলনা খেলনা, কভেন্টিনা লেক স্যুইট হোটেল, গুলশান, ঢাকা।
ফেসবুক: https://www.facebook.com/gluedtogether0280
ইনস্টাগ্রাম: www.instagram.com/gluedtogether.handcrafted.art
কেয়ারলাইন: ০১৯২৬৬৫২৮৩২

মডেল: আন্নি, নাহিদা ও জেরিন
ছবি: আদনান রহমান
ওয়্যারড্রোব: বেলওয়ারি বাই ব্লুচিজ, আদ্রিয়ানা এক্সক্লুসিভ ও ব্লুচিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top