আবাসিক ও বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তিতে উদ্ভাবনী পণ্যের প্রদর্শনের মাধ্যমে সেফ ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন ২০২৫-এ অংশ নিয়েছে হায়ার বাংলাদেশ। এই প্রদর্শনীতে ব্র্যান্ডটি তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্যসমূহ লাইভ ডেমোর মাধ্যমে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে। প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল এমআরভি৫ সিরিজ ভিআরএফ সিস্টেম, লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার এবং রুম এয়ার কন্ডিশনার (আরএসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও বলা হয়, হায়ার এমআরভি৫ সিরিজ অত্যন্ত দক্ষ ও শক্তিশালী ভিআরএফ সিস্টেম, যা ৮ থেকে ৪২ এইচপি পর্যন্ত একক মডিউলে এবং সর্বোচ্চ ১২৬ এইচপি (১০০.২ টন) পর্যন্ত সংযুক্ত করা যায়। উন্নতমানের ডিসি ইনভার্টার স্ক্রল কম্প্রেসর ও ফ্যান মোটর ব্যবহারে এটি উচ্চ শক্তি সাশ্রয় নিশ্চিত এবং নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স প্রদান করে। নতুন প্রযুক্তির চতুর্মুখী হিট এক্সচেঞ্জার ব্যবহারে তাপ স্থানান্তরের দক্ষতা ৩০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ ১০০০ মিটার পর্যন্ত সংযোগ সুবিধা থাকায়, এটি বৃহৎ বাণিজ্যিক স্থাপনার জন্য অত্যন্ত নমনীয় সমাধান হিসেবে বিবেচিত। এ ছাড়া, এমআরভি৫ সিরিজ ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিটিং এবং ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কুলিং মোডে কার্যকরভাবে পারফর্ম করতে সক্ষম।

লাইট কমার্শিয়াল এসি মূলত রেস্টুরেন্ট, ব্যাংক, ক্লিনিক ও রিটেইল দোকানের মতো মাঝারি আকারের বাণিজ্যিক স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করে, যা বিদ্যুৎ সাশ্রয়ী এবং ইনস্টলেশনে সহজ। রুম হায়ারের এয়ার কন্ডিশনার (আরএসি) সিরিজে রয়েছে শক্তিশালী কুলিং ক্ষমতা, ইনভার্টার প্রযুক্তি, দ্রুত ঠান্ডা করার ফিচার এবং স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশে এই সিরিজ ইতোমধ্যেই ভোক্তাদের মধ্যে আস্থা অর্জন করেছে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে হায়ার শুধু তাদের প্রযুক্তি ও পণ্যের প্রদর্শন করেনি, বরং দর্শনার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগও প্রদান করেছে, যা ব্র্যান্ডটির পণ্যের মান, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার প্রতিচ্ছবি।
প্রদর্শনীর উদ্বোধন হয় বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল ১০টায়। এতে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের এসি বিভাগের প্রধান মি. মুনিম, যিনি বাংলাদেশের এইচভিএসি ক্যাটাগরিতে হায়ারের পণ্যের সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের হেড অব সেলস আশরাফুল আলম, হেড অব সেল-আউট মলয় সাহা, হায়ার চায়নার এসি প্রোডাক্ট হেড মি. ইয়াং আইগুও এবং কর্পোরেট সেলস বিভাগের রাজু আহমেদ।
- ক্যানভাস অনলাইন
ছবি: হায়ার-এর সৌজন্যে

