skip to Main Content
বাংলালিংকে কিস্তিতে স্মার্টফোন

স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী করতে এবং সবার হাতের নাগালে আনতে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘স্মার্টফোন অন ইনস্টলমেন্ট’ (সহজ কিস্তিতে স্মার্টফোন) অফার। এই উদ্যোগের আওতায় গ্রাহকেরা ব্যাংক কার্ড ছাড়াই বাংলালিংক সেন্টার থেকে সহজ কিস্তিতে ফোরজি স্মার্টফোন কিনতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলালিংকের দেশ বিস্তৃত ফোরজি পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকদের জন্য স্মার্টফোন সহজলভ্য করতে কিস্তি মূল্যের ১৫% ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন ক্রয়ের এই সুযোগ নিয়ে আসা হয়েছে। এখন গ্রাহকেরা খুব সহজেই টুজি অথবা থ্রিজি থেকে ফোরজি স্মার্টফোনে আপগ্রেড করতে পারবেন। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, ‘বাংলালিংকে আমরা স্মার্টফোন কেনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে আমরা ফোরজি স্মার্টফোন সকলের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ করে, যাদের ক্রেডিট কার্ড নেই অথবা ব্যাংকিং সুবিধার বাইরে আছে, এমন জনগোষ্ঠীর জন্য আমরা আরও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন দিচ্ছি। ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।’

পামপে, জেনেক্স এবং আইস্মার্টুর সঙ্গে বাংলালিংকের কৌশলগত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়েছে। এই অংশীদারত্ব অর্থবহ ও ইতিবাচক প্রভাব ফেলবে, যা বাংলালিংকের প্রতিশ্রুতির প্রতিফলন, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের।

পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং বলেন, ‘আমরা এই অর্থবহ উদ্যোগ বাস্তবায়নে বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আনন্দিত। এখন কিস্তিতে স্মার্টফোন ক্রয় করতে ক্রেডিট কার্ডের আর প্রয়োজন হবে না; ফলে ডিজিটাল কানেক্টিভিটি সেবা আরও সহজলভ্য হবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আসবে। ভবিষ্যতে এই উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘আমরা স্মার্টফোন মার্কেটে অগ্রণী ভূমিকা পালন করছি। গ্রাহকদের জন্য আইটেল, টেকনো এবং ইনফিনিক্সের মতো ব্র্যান্ডের স্মার্টফোন অফার করছি। গ্রাহকেরা যেন আমাদের স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, এ জন্য আমরা ইএমআই সুবিধা নিয়ে এসেছি। বাংলালিংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।’

গ্রাহকেরা সারা দেশে অবস্থিত যেকোনো বাংলালিংক সেন্টার থেকে নিজ পছন্দের আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্যান্ডের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। কিস্তিতে স্মার্টফোনে ক্রয়ের আবেদন প্রক্রিয়া পামপে অ্যাপের মাধ্যমে খুব সহজেই, ৩০ মিনিটের মধ্যেই সম্পন্ন করা যাবে। প্রক্রিয়াটি সহজতর করতে এই উদ্যোগে এমএফআই অংশীদার হিসেবে রয়েছে চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা।

এই অফারের অধীনে স্মার্টফোন কিনলে গ্রাহকেরা তিন মাসের জন্য ১৮ জিবি ইন্টারনেট পাবেন এবং অরেঞ্জ ক্লাব গোল্ড টিয়ারে স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হয়ে যাবেন। এ ছাড়া, মাইবিএল অ্যাপের মাধ্যমে ১৫০ শতাংশ পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য, ভিজিট করুন: https://www.banglalink.net/en/prepaid/others/4g-smartphone-on-instalment

  • ক্যানভাস অনলাইন
    ছবি: বাংলালিংক-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top