বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনের ওপর পরিচালক রাজকুমার হিরানির ছবি ‘সাঞ্জো’ নিয়ে এবার বিতর্ক তৈরি হলো ভারতে। বিধুবিনোদ চোপড়া প্রযোজিত এবং রণবীর কাপুর অভিনীত এই ছবির ট্রেইলারের একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) দ্বারস্থ হয়েছেন পৃথ্বী মাহেস্কে নামে ভারত সরকারঘনিষ্ঠ এক সমাজকর্মী। ইতিমধ্যেই তিনি সিবিএফসির চেয়ারম্যান প্রসূন যোশীকে চিঠি লিখে একটি ‘টয়লেট দৃশ্য’র ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তাঁর দাবি, ওই দৃশ্য বাদ না দেওয়া হলে এই ছবির মুক্তির ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করুক। উল্লেখ্য, এ মাসের ২৯ তারিখেই মুক্তি পেতে চলেছে ‘সাঞ্জো’। এর আগে গত ৩০ মে মুক্তি পেয়েছে ছবিটির অফিশিয়াল ট্রেইলার।
কী রয়েছে ওই দৃশ্যে, যার জন্য এই আপত্তি? এই ছবিতে সঞ্জয় দত্তকে নানা সময়েই কারাগারের অন্তরালে দেখা গেছে। তো একটি দৃশ্যে দেখানো হচ্ছে, সাঞ্জো ভাই কারাগারের অন্তরালে থাকা অবস্থায় সেখানকার একটি টয়লেট থেকে উপচে পড়ছে মলমূত্র! পৃথ্বী মাহেস্কে এই দৃশ্যের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, ‘সরকার ও জেল কর্তৃপক্ষ জেলের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো ত্রুটি করে না।’ তাঁর আরও বক্তব্য, ‘এর আগেও বহু ছবিতে জেলের দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু এ রকম কিছু দেখানো হয়নি। এই দৃশ্যের ফলে সাধারণ মানুষের মধ্যে দেশের জেল ও জেল কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।’
উল্লেখ্য, ‘সাঞ্জো’ ছবিতে অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের বহু ঘাত-প্রতিঘাত তুলে ধরা হয়েছে। মুম্বাই বিস্ফোরণে পাকেচক্রে তাঁর নাম জড়িয়ে যাওয়া থেকে শুরু করে মাদকাসক্তিসহ জীবনের নানা উত্থান-পতনের গল্প রয়েছে এই ছবিতে। রয়েছে সব প্রতিকূলতাকে প্রতিরোধ করে সুপারস্টার সঞ্জয়ের জীবনের রঙিন অধ্যায় থেকে শুরু করে নানা সময়ের কারাগারের ধূসর যাপন! নানা মহলের গুঞ্জন, ভারতের রাজনৈতিক জটিলতা, কারাগারে বন্দিদের মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বিষয় ‘সাঞ্জো’কে কেন্দ্র করে যাতে সামনে না চলে আসে, তাই ভারতের কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপির অঙ্গুলিহেলনেই এই ছবির বিরুদ্ধে আপত্তি তোলা হচ্ছে। এর আগে ‘উড়তা পাঞ্জাব’ থেকে শুরু করে ‘ইন্দু সরকার’সহ নানা ছবির বিরুদ্ধেই আপত্তি তুলেছিল ভারতীয় সেন্সর বোর্ড। তবে প্রাথমিকভাবে সিবিএফসি ‘সাঞ্জো’র বিরুদ্ধে কোনো আপত্তি জানায়নি। কিন্তু এবার পৃথ্বী মাহেস্কের অভিযোগের পর এই ছবির কী পরিণতি হয় সেটাই দেখার।