দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় এবার বাজারে এনেছে তাদের নতুন পণ্য ‘সেভয় ডিস্কোন আইসক্রিম’। এটি কোনো সাধারণ আইসক্রিম নয়; বরং স্বাদ, টেক্সচার আর স্টাইলে একদম নতুন এক্সপেরিয়েন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেভয় ডিস্কোন আইসক্রিমের সবচেয়ে আলাদা ব্যাপার হচ্ছে, এর ওপরে থাকা রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম এবং ভেতরে থাকা হট চকলেট ফাজ। পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোনে। প্রতিটা স্তরে আছে স্বাদের ভিন্নতা আর মজাদার টেক্সচার।
সেভয়ের মুখপাত্র জানান, তরুণ প্রজন্মের কথা ভেবে পণ্যটি বাজারে আনা হয়েছে; যারা শুধু স্বাদ নয়, বরং খোঁজেন একটু আলাদা কিছু। শিগগিরই দেশের সর্বত্র পাওয়া যাবে এই আইসক্রিম।
- ক্যানভাস অনলাইন
ছবি: সেভয়-এর সৌজন্যে

