skip to Main Content
স্যামসাং মোবাইলে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা ক্যাশব্যাক

ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ নিয়ে এসেছে স্যামসাং, যেখানে থাকছে দারুণ সব উপহার ও অফার। এর আওতায় গ্রাহকেরা নির্বাচিত স্যামসাং ডিভাইসে সর্বোচ্চ ৯৬,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এ ছাড়াও থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ ডিল এবং আকর্ষণীয় পুরস্কার– যেমন স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি নতুন সুজুকি মোটরসাইকেল (সুজুকি জিক্সার এস এফ বা সুজুকি এক্সেস ১২৫) জেতার সম্ভাবনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রাহকদের আরও নিশ্চিন্ত রাখতে, স্যামসাং নির্দিষ্ট কিছু মডেলে প্রথম দুই বছরে ফ্রি ওয়ারেন্টি দিচ্ছে।

স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ অফিস– এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ‘গ্রাহকদের ঈদ উদযাপন আরও বিশেষ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা।’

এই অফারগুলো নতুন গ্যালাক্সি এ৫৬-সহ বিভিন্ন নতুন স্যামসাং ডিভাইসের জন্য প্রযোজ্য। গ্রাহকেরা যেকোনো নির্ধারিত স্যামসাং আউটলেট থেকে ডিভাইস ক্রয়ের পর, স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন, যেখানে কেনা পণ্যের সঙ্গে প্রাপ্ত অফার বা পুরস্কারের বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: স্যামসাং-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top