কোরিয়ান বিউটির সাম্প্রতিক সংযোজন। মূলত ত্বকের ভেতর থেকে বেরিয়ে আসা উজ্জ্বলতার ওপর জোর দেওয়া হয় এতে। তাই মেকআপ নয়, গ্লাস স্কিন পেতে দরকার ত্বকের নিয়মিত পরিচর্যা। যার প্রথম ধাপে কোরিয়ানরা পরামর্শ দেন ডাবল ক্লিনজিংয়ের। এই প্রক্রিয়ায় সকাল ও সন্ধ্যায় ত্বকের গভীর থেকে ময়লা, দূষণ ও মেকআপ দূর হয়ে যায়। এ ক্ষেত্রে ফোম বা সাবানের বদলে ব্যবহার করা হয় ক্লিনজিং বাম, তেল আর জেল। তারপর প্রয়োজন লাইট ওয়েট ময়শ্চারাইজার। ময়শ্চারাইজিং মাস্ক আর মিস্টও গ্লাস স্কিন পেতে সাহায্য করে। টোনিংয়ের জন্য অ্যান্টি-পলিউট্যান্ট ফেশিয়াল মিস্ট ব্যবহারের পরামর্শ থাকছে। আর নিয়ম করে ব্যবহার করা চাই ব্রাইটেনিং শিট মাস্ক। এভাবে নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে ত্বক হয়ে উঠবে তারুণ্যোজ্জ্বল এবং দাগমুক্ত ঝাঁ-চকচকে।
Related Projects
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে বড়দিনের আয়োজন
- December 21, 2022
বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে…

