শুধু সময় আর তারিখের নির্দেশনা নয়, ঘড়িতে এখন বিচিত্র ফিচার। স্মার্ট ওয়াচ একেই বলে। যুগের পরিবর্তনে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে ক্যাসিও তৈরি করছে স্মার্ট ঘড়ি। পানিরোধক একটি এর সাম্প্রতিক পণ্য।
ক্যাসিও ডব্লিউএসডি-এফটোয়েন্টি মডেলের ঘড়িটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। মনিটরের রেজল্যুশন ৩২০/৩০০ পিক্সেল। এ ছাড়া থাকছে ওয়াই-ফাই, ব্লু-টুথ ও জিপিএস সুবিধা। পাওয়া যাবে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের সুবিধা। ক্যাসিওর অন্যান্য ঘড়ির মতো এই স্মার্ট ঘড়ি সম্পূর্ণ পানিরোধক। প্রচন্ড শীত সহ্য করার সেন্সরও রয়েছে এতে। এ ছাড়া কম্পাস, জিরোস্কোপ, বায়ুচাপ ও উচ্চতা নির্ণয়ের সেন্সরও রয়েছে এতে। ব্যাটারি সেভিং মুডে পরিপূর্ণ চার্জ দিয়ে টানা এক মাস ব্যবহার করা যাবে। স্মার্ট ওয়াচটির দাম ৩৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা। পয়লা মে থেকে ঘড়িটি ইউরোপ ও আমেরিকার বাজারে পাওয়া যাচ্ছে।