skip to Main Content

অ্যাডভার্টোরিয়াল I স্যাম স্কিন হেলথ : একজন শাহরিয়ার আরিফিনের স্বপ্নের বিস্তার

দেশীয় কসমেটিকস শিল্পের জয়যাত্রা চলছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ নাম স্যাম স্কিন হেলথ। সূচনাপর্ব শাহরিয়ার আরিফিনের হাতে লেখা। যিনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ও স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিরলস পরিশ্রমে গড়ে তুলেছেন স্যাম স্কিন হেলথ। বর্তমানে কাজ করছেন এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে। পড়ালেখা করেছেন গণ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে; ফার্মেসি বিষয়ে। এরপর ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ এবং একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। দীর্ঘ আঠারো বছরের এই অধ্যায়ে তাকে সমৃদ্ধ করেছে আরও একটি প্রতিষ্ঠান—রিমার্ক এইচ বি। সেখানে আন্তর্জাতিক মানের স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল, ক্যাভোটিন ও ডারমো-ইউ উদ্ভাবন এবং বাজারে নিয়ে আসার কাজে নেতৃত্ব দেন। মাত্র ১৮ মাসে তিনি নিয়ে আসেন ৩০টির বেশি পণ্য। তৈরি করেন এক নতুন মাইলফলক।
২০২৩ সালে লালিত স্বপ্ন আর দর্শনের প্রতিফলনে তিনি প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বৈজ্ঞানিকভাবে সমর্থিত মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড, স্যাম স্কিন হেলথ। প্রাকৃতিক উপাদান ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি করেন পণ্য; যা দেশে উৎপাদিত স্কিন কেয়ার প্রোডাক্ট ইন্ডাস্ট্রির মুকুটে নতুন পালক যুক্ত করে।
আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ শাহরিয়ার আরিফিনকে করেছে আরও সমৃদ্ধ। তিনি ১৮টির বেশি দেশের সম্মেলনে অংশ নিয়েছেন। সেগুলোর মধ্যে মিলানের ওয়ার্ল্ড কংগ্রেস অব ডারমাটোলজি, প্যারিসের জেডিপি, ব্যাংককের এএডিসি, ক্রোয়েশিয়ার নাওস গ্লোবাল মিট উল্লেখযোগ্য।
পেশাগত পরিচয়ের বাইরেও শাহরিয়ার আরিফিন সৃজনশীল মানুষ। তিনি ছবি তুলতে ভালোবাসেন। সেখান থেকেই শখকে উপজীব্য করে নিয়মিত হয়েছেন ট্রাভেল ও ফ্যাশন ফটোগ্রাফিতে। নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ নিয়েছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে। পরে বিভিন্ন প্রদর্শনীতেও অংশ নিয়েছেন।
তরুণদের উদ্দেশে এই উদ্যোক্তা বলেন, ‘আমি যদি একজন সাধারণ এক্সিকিউটিভ থেকে সিইও হতে পারি, তাহলে আপনারাও একদিন কোম্পানির প্রতিষ্ঠাতা হতে পারবেন। শুধু দরকার পরিশ্রম, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দৃঢ়তা।’
শাহরিয়ার আরিফিনের জীবনগল্প শুধু একজন সফল নির্বাহীর কাহিনি নয়; বরং এটি একজন চিন্তাশীল, মানবিক ও দূরদৃষ্টিসম্পন্ন নেতার অনুপ্রেরণামূলক যাত্রা। তার কাজ, নেতৃত্বগুণ ও সমাজের প্রতি দায়বদ্ধতাই প্রমাণ করে, বাংলাদেশেও বিশ্বমানের নেতৃত্ব গড়ে উঠছে। যারা শুধু স্বপ্ন দেখেন না, তা বাস্তবেও রূপ দিতে সচেষ্ট।

 বিউটি ডেস্ক
ছবি: স্যাম স্কিন হেলথের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top