ফ্রম ফ্যাশন উইক I ঘুম ঘুম চোখ
তা-ও আবার পুরোদস্তুর স্মোকি আই মেকআপসমেত। রানওয়েতে এই লুকের নামকরণও হয়েছে অভিনব। স্লেপ্ট-ইন স্মোকি আই। সম্প্রতি আয়োজিত অস্ট্রেলিয়ান ফ্যাশন উইক ২০২৫-এ দেখা গেছে আই মেকআপ। দ্য ফ্রন্টিয়ারের রানওয়েতে, মেকআপ ডিরেক্টর শন ব্র্যাডি এই মেসি স্মোকি আই লুক তৈরি করে চমকে দিয়েছিলেন সবাইকে। কালো আইলাইনার নিয়ে ল্যাশ জুড়ে স্মাজ করে দেওয়া হয়েছিল। চোখের ইনার ও আউটার কর্নারে বেশি মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছিল এলোমেলো কিন্তু স্পষ্ট সব লাইনে তৈরি আকর্ষণীয় ইফেক্ট।
বিউটি ডেস্ক
মডেল: নাভিলা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
