ক্যামন ৪০ সিরিজের সফলতার পর দেশে নতুন স্পার্ক ৪০ সিরিজ নিয়ে এসেছে টেকনো। এই সিরিজে রয়েছে দুটি ডিভাইস– স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো। এই দুই মডেলসহ স্পার্ক ৪০ সিরিজের আরও মডেল চলতি জুলাইয়ের মধ্যেই বাজারে আসবে বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পার্ক ৪০ সিরিজের ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’ স্লোগানের সঙ্গে মিল রেখে এই স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম ও স্টাইলিশ ডিজাইন এবং ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের অসাধারণ কম্বিনেশন।
এই সিরিজের ৬.৬৯ মিলিমিটার স্লিম স্পার্ক ৪০ প্রো স্মার্টফোনটি বেশ টেকসই। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন এবং আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স, যা একে প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য সঙ্গী করে তোলে।
ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা, যা যেকোনো আলোতে নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা দেয়। দুর্দান্ত এই ক্যামেরা সেটআপের সঙ্গে মিল রেখে দারুণ ভিজ্যুয়াল নিশ্চিত করতে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টে ইউনিক। সঙ্গে যুক্ত হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, যা প্রখর সূর্যালোকেও ডিসপ্লে ভালোভাবে ব্যবহারের উপযুক্ত রাখবে। এ ছাড়া কন্টেন্ট দেখা বা গেমিং অভিজ্ঞতা আরও চমৎকার করতে স্পার্ক ৪০ প্রোতে রয়েছে ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার।

স্পার্ক ৪০ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল হেলিও জি১০০ প্রসেসরস; পাশাপাশি রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড), যা মাল্টিটাস্কিং, গেমিং ও মিডিয়া ব্যবহারের সব ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। এ ছাড়াও এতে ফ্রি লিংক প্রযুক্তি ব্যবহার করার ফলে ইউজার নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও কল ও মেসেজ পাঠাতে পারবেন; যা রিমোট বা জরুরি পরিস্থিতিতে কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।
একই সঙ্গে রয়েছে টেকনো এআই সাপোর্ট– এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেট, এআই ট্রান্সলেট ও এআই রাইটিংয়ের মতো নানা এআই-সক্ষম টুলস। ছবি এডিট করা, কনটেন্ট ট্রান্সলেট করা বা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করবে ফোনে থাকা এ ফিচারগুলো।
স্লিম ফোন হওয়ার পরেও এই ফোনে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ডিভাইসটি টিইউভি-সার্টিফায়েড, যা ৪ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন পারফরমেন্সের নির্ভরযোগ্য নিশ্চয়তা প্রদান করবে। স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে আইআর রিমোট কন্ট্রোল।
এই সিরিজের আরেকটি মডেল টেকনো স্পার্ক ৪০, যাতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৭.৬৭ মিলিমিটারের স্লিক ডিজাইন। এতে হেলিও জি৮১ প্রসেসর ও প্রো মডেলে থাকা বেশকিছু এআই ফিচারসহ দুর্দান্ত সব ফিচারের সঙ্গে লঞ্চ হয়েছে।
দুটি মডেলেই টেকনোর স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার লিঙ্কবুমিং ভি১.০ ব্যবহার করা হয়েছে, যা ইউজারের কানেকশনকে দ্রুত ও স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
স্পার্ক ৪০ সিরিজের প্রথম দুটি মডেল– স্পার্ক ৪০ (১২৮জিবি + *১২জিবি) (৬জিবি এক্সটেন্ডেড) এবং স্পার্ক ৪০ প্রো (১২৮জিবি+*১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড) পাওয়া যাচ্ছে দেশজুড়ে সকল টেকনো ব্রান্ড আউটলেটে। স্পার্ক ৪০-এর দাম ১৩,৯৯৯ টাকা এবং স্পার্ক ৪০ প্রো ১৯,৯৯৯ টাকা।
এ ছাড়াও স্পার্ক ৪০ -এর একটি আরও শক্তিশালী ভ্যারিয়েন্ট, (২৫৬জিবি + *১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড) ১৫ জুলাই ২০২৫ থেকে বাজারে পাওয়া যাবে।
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ টেকনো স্টোর ঘুরে আসুন অথবা ভিজিট করুন www.tecno-mobile.com/bd।
- ক্যানভাস অনলাইন
ছবি: টেকনো’র সৌজন্যে

