skip to Main Content

হরাইজন

অটাম-উইন্টার রেডি ডিওর

এবারের কালেকশন তৈরির পেছনের গল্পে পাওয়া যায় জনপ্রিয় লেখক ভার্জিনিয়া উলফকে। তার লেখা অরল্যান্ডো বইয়ের ভাবনা থেকে পাওয়া অনুপ্রেরণায় নকশা হয়েছে এসব পোশাকের। নিজস্বতার প্রকাশ পুরোটাতে। ইতিহাস আর সমকালের যূথবদ্ধ অবস্থান এতে। ক্রিনোলিন ফ্যাব্রিকের ব্যবহার যেমন দেখা গেছে, তেমনি সেখানে আছে জিপার দেওয়া করসেট। আছে ভেলভেটের স্কাল্পটেড জ্যাকেট। টেকনিক্যাল ফ্যাব্রিকের ব্যবহার দেখা যায়। আছে ডেনিমও। আইকনিক জাদোহ টি-শার্টেরও ঘটেছে প্রত্যাবর্তন। সেখানে দেখা গেছে অলংকরণের নান্দনিকতা। আবার ড্রামাটিক রাফেলস নিয়ে হাজির জানফ্রাংকো র্ফেরে টি-শার্ট।

অ্যাডিডাসের সুপারস্টার
অ্যাথলেট ওয়্যার তৈরি করে বহু আগেই আস্থা আর জনপ্রিয়তা অর্জন করেছে জার্মান ব্র্যান্ডটি। সেই পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পুনরায় ফিরিয়ে এনেছে তাদের আইকনিক স্নিকার সুপারস্টার। পাওয়া যাবে অনলাইন ও অফলাইনে। নাম দেওয়া হয়েছে সুপারস্টার, দ্য অরিজিনাল। মজার বিষয়, এই ক্যাম্পেইনের পুরো ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি হয়েছে শুধু দুটি রঙে। সাদা ও কালো। দুটি ভাগ করা হয়েছে পুরো কনটেন্টকে। নাম দেওয়া হয়েছে পিরামিডস এবং ক্লকস। এখানে ফুটে উঠেছে কীভাবে এই সুপারস্টার স্ট্রিটওয়্যার থেকে গ্লোবাল স্টেজ—সবখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্র্যান্ডটির দারুণ জনপ্রিয় ফায়ারবার্ড ট্র্যাকশুটও ফিরেছে সুপারস্টারের হাত ধরে।

ইভ সা লরের শেডস অব সামার

গ্রীষ্মকে কেন্দ্র করে বিশেষ আয়োজন নিয়ে এসেছে ফরাসি ব্র্যান্ডটি। একটি ক্যাপসুল কালেকশন। উপকূল ছুঁয়ে যাওয়া রোদের প্রেরণায় সাজানো। সঙ্গত দিয়েছে মিনিমাল লাক্সারি। এই সংগ্রহে আছে টোট ব্যাগ, ট্রান্সপারেন্ট ড্রেস, স্ট্র ক্যাপ আর ভিনাইল ব্যাগ। নকশায় কোনো অতিরঞ্জন নেই, যা এই ব্র্যান্ডের চিরায়ত ধারা বজায় রেখেছে। ফ্যাব্রিকের টেকচারে দেখা যায় লাক্সারি। রঙের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে সফট নিউট্রাল প্যালেট। কালেকশনটির ফটোশুটও করা হয়েছে সি বিচে। শেডস অব সামারের ক্যাটালগ দেখতে দেখতে ক্রেতা হারিয়ে যাবেন সোনালি বালুময় সমুদ্রতটে। অনলাইন এবং অফিশিয়াল শোরুম থেকে কেনা যাবে পণ্যগুলো।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top