ফ্যাশন ফ্যাক্ট
দ্য রুমার
যা রটে, তার কিছুটা তো বটেই! এমনই এক রটনা রটেছে হাই এন্ড ডিজাইনার ফ্যাশন ব্র্যান্ড লুই ভিঁতোকে নিয়ে। ব্র্যান্ডটির অবিক্রীত পণ্য; বিশেষ করে ব্যাগ পুড়িয়ে ফেলা নিয়ে জনশ্রুতি রয়েছে ইন্ডাস্ট্রিতে। মূলত স্বাতন্ত্র্য রক্ষাই এর মূল উদ্দেশ্য। ছাড়ে বিক্রি করা থেকে বিরত রাখার পাশাপাশি নকলকারীদের নিরুৎসাহিত করতে এই পদ্ধতি অবলম্বন করা হয় বলে অনেকের ধারণা। এতে করে তাদের চড়া দাম ধরে রাখতেও সুবিধা হয়। কিন্তু লুই ভিঁতো এ দাবিগুলো অস্বীকার করে। ব্র্যান্ডটির অফিশিয়াল স্টেটমেন্ট মোতাবেক, অবিক্রীত পণ্য তারা পোড়ায় না; বরং রিসাইকেল ও রিপারপাসিংয়ের মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দেয় সব সময়। পরিবেশের ওপর প্রভাব কমানোর পাশাপাশি ওয়েস্ট মিনিমাইজেশনের মাধ্যমে ব্র্র্যান্ডের সাসটেইনেবল প্রতিশ্রুতি রক্ষাই মূল উদ্দেশ্য।
অ্যান্টিব্যাকটেরিয়াল লিনেন
প্রাকৃতিকভাবেই। লিনেন তৈরি হয় ফ্ল্যাক্স প্ল্যান্ট থেকে। যার তন্তুতে এমন উপাদান থাকে, যা ন্যাচারালি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। শুধু তা-ই নয়, এই ফ্যাব্রিক খুব দ্রুত আর্দ্রতা শুষে নেয় এবং তা মুক্ত করে দিতে সক্ষম। ফলে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয় না; যা ব্যাকটেরিয়া বাড়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ব্যাঘাত ঘটায়। একই সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল ও আর্দ্রতা শোষণের ক্ষমতা থাকায় অন্য যেকোনো ফ্যাব্রিকের তুলনায় ঘামের দুর্গন্ধ কার্যকরভাবে প্রতিরোধ করে। ফলে শুধু পোশাক নয়; বেডিং ও অন্যান্য টেক্সটাইল-সংক্রান্ত কাজে এর আলাদা কদর রয়েছে। স্পর্শকাতর কিংবা সমস্যাযুক্ত ত্বকে লিনেনের ব্যবহার তুলনামূলকভাবে আরামদায়ক।
