কে জানে কোথায় বসে কখন কেউ একজন গান গেয়েছেন, ‘আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে!’ সেই ডাকে সারা দিয়ে বৃষ্টি যে এসেছে, আর তো যাওয়ার নাম গন্ধটি নেই! রাত দিন এক করে সারা দেশেই চলছে বর্ষণ। আর ছুটি নিয়ে ঘরে বসে থাকার সুযোগও দেশের বেশিরভাগ মানুষের নেই। এমন যখন অবস্থা, তখন কেমন হবে ব্যবস্থা– তা জানতেই এই আয়োজন।
ফ্যাব্রিক
অফিসওয়্যারের বিষয়ে ফ্যাব্রিক বেছে নেওয়া যেতে পারে সিল্ক অথবা জর্জেট। তাহলে ভিজে গেলেও গায়ে রাখার উপযোগী থাকবে। কারণ এই ফ্যাব্রিক দুটি পানি শোষণ করে খুবই কম। তাই কোনোভাবে ভিজে গেলেও শুকিয়ে যাবে সহজেই।
রং
কালার প্যালেটের গাঢ় রং এ সময়ে ভালো লাগবে। প্যাস্টেল প্যালেট তুলে রাখাই ভালো। রেয়ন আর ভিসকসও এ সময়ের জন্যে উপযোগী।
প্রিন্ট
ফ্লোরাল ও ট্রপিক্যাল– এই দুই ধরনের প্রিন্ট বেশ মানাবে। বৃষ্টির দিনে ঝক্কি খানিকটা হয়েই যায়। বিরক্তিতে আচ্ছন্ন হতে পারে মন। এমন সময়ে রঙিন আরামদায়ক পোশাক বেছে নিলে স্বস্তি খানিকটা হলেও পাওয়া যাবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ; কোলাজ: ক্যানভাস

