skip to Main Content

ফ্রম ফ্যাশন উইক I গডেসকোর এভরিথিং

ভবিষ্যদ্বাণী প্রথম এসেছিল পিনটারেস্ট থেকে। গডেস এসথেটিক এ বছর বিউটি ট্রেন্ডে আধিপত্য বিস্তার করবে। হয়েছেও ঠিক তাই। রানওয়েতে নিশ্চিত হয়েছে সেই সত্যতা। লন্ডন-বেসড উঠতি ডিজাইনার গ্রেট হেনরিয়েটের লন্ডন ফ্যাশন উইকের শোতে মডেলদের দেখা গেছে শিমারি গ্লোয়িং স্কিনে; যা তাদের পোশাকে জড়ানো পার্ল, স্টোন আর স্পার্ক্লিং অ্যাকসেন্টকে দারুণ কমপ্লিমেন্ট করছিল। ইস্তাম্বুলে জন্মানো আরেক লন্ডন-বেসড ডিজাইনারের শোতেও দেখা গেছে গডেসকোরের ঝলক। দিলারাহ ফানদিহকহলুর শোতে এই অনুপ্রেরণার আরও নাটকীয় রূপান্তর উপভোগ করেছেন দর্শকেরা। মুক্তার মতো ঝকঝকে ত্বক, সূক্ষ্ম লেইসড হেয়ার করসেট আর আউট অব দ্য ওয়ার্ল্ড হেয়ার অ্যাকসেসরিজে সাজানো লুকে যেন ঠিকরে উঠছিল সৌন্দর্য আর শক্তির সম্মিলিত রূপ।

 বিউটি ডেস্ক
মডেল: জলি
মেকওভার: পারসোনা
ছবি: তানভীর খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top