ফিট চেক I দ্য গথ গডেস
তেজস্বী, শক্তিশালী ও মন্ত্রমুগ্ধকর। কেবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়; এ যেন একই স্টাইলিংয়ে বিদ্রোহ, শক্তি আর সৌন্দর্য উদ্যাপন। যেখানে শাড়ির প্রতিটি ভাঁজ থেকে গয়নার দ্যুতি, পুনর্কল্পিত ঐশ্বরিক শক্তির গল্প বলে। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে
শাড়ি বরাবরই ট্র্যাডিশনাল দুর্গা এলিমেন্ট। তবে এতে গথিক সাবকালচার যোগ করতে রঙের খেলাটাই মুখ্য। ডিপ ডার্ক টোনগুলোই সই। কালচে লাল, কালো, গানমেটাল সবচেয়ে ভালো দেখাবে। সঙ্গে অ্যান্টিক গোল্ড টাচ। ব্লাউজটা যদি হয় স্ট্রাকচারড, করসেট স্টাইল; তাহলে তো কথাই নেই। তাতেও থাকুক মেটাল স্টাড, স্পাইক অথবা লেদার এমবেলিশমেন্ট।
দুই ধরনের বিকল্প বেছে নেওয়ার সুযোগ রয়েছে গয়নার স্টাইলিংয়ে। প্রথমটা সনাতনী সোনার গয়না জড়ানো। অ্যান্টিক গোল্ডের বালা, হার, নাকপাশা, টিকলি। কিন্তু তাতে থাকতে হবে স্পাইক অথবা চেইনের ডিজাইন। পরের অপশন তুলনামূলকভাবে সহজ। অক্সিডাইজের আর্ম কাফ, চোকার, লেয়ারড নেকলেসে ফুটিয়ে তোলা যায় ওয়ারিওর গডেস ভাইব। নাকে বোল্ড নোজ রিংয়ে নাটকীয়তার যোগ মন্দ দেখাবে না।
ফ্যাশন ডেস্ক
মডেল: আরনিরা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: মাহমুদা শাড়ী হাউজ
ছবি: কৌশিক ইকবাল
