পোর্টফোলিও I পূজা পাওয়ার প্লে
প্রেরণায় মূর্ত মন্দির আর দেবীরূপেণ নান্দনিকতা। পুরোনো পূজার মায়া-গন্ধমাখা আর আচারে আবিষ্ট। কিন্তু তাতে সচেতনভাবে পুরে দেওয়া হয়েছে শহুরে স্ট্রিট কালচার। ব্যস, তাতেই কেল্লা ফতে! দেবী সেজেই না হয় হয়ে যাক ডাউনটাউন দর্শন। জাহেরা শিরীনের লেখায়
মেকওভার: পারসোনা
জুয়েলারি: ক্যানভাস বাই তন্বী কবির
ছবি: কৌশিক ইকবাল
ত্রিশূল শিক
দেবী দুর্গার শস্ত্র প্রাণিত শক্তিশালী লুক। পরনে সনাতন লাল জমিনের শাড়ি, যাতে শক্তি সঞ্চার করছে স্ট্রাকচার্ড শোল্ডারের ব্ল্যাক খাদি ব্লেজার। গয়নাতেও ঠিকরে বেরোচ্ছে তেজস্বী চিত্তের রোশনাই। এ যেন শহর দাপিয়ে বেড়ানো কর্তৃত্ব, সৌন্দর্য আর ঐশ্বরিক শক্তির পষ্ট জানান
মডেল: তানজিদা
ওয়্যারড্রোব: ক্যানভাস
দ্য নিও-দেবী
শুদ্ধতার স্বরূপ তো বটেই, দারুণ স্ট্রিট স্মার্টও। সনাতন দেবীর আজকের আবির্ভাব। দুর্গার মতো শক্তিশালী, কালীর মতো জলবৎ, সরস্বতীর মতো স্বাভাবিক সৌষ্ঠবে পূর্ণ। কিন্তু বেদিতে সীমাবদ্ধ নন নব্য এ দেবী। ঐশ্বরিক শক্তি নিয়ে শহর দাপিয়ে বেড়ানোতে মত্ত। লুকে স্ট্রাকচার্ড সাদা শার্টের ব্যবহার লক্ষণীয়। সঙ্গে ট্র্যাডিশনাল শাড়ির ধুতি স্টাইল অ্যাসিমেট্রিক ড্রেপিং। আ ট্রিট টু আইজ!
মডেল: আরনিরা
ওয়্যারড্রোব: ক্যানভাস
আলপনায় অধুনা
ঐতিহ্যের উদ্যাপন কিন্তু শহরের আলোয় উদ্ভাসিত। বিশুদ্ধ জামদানি প্যাটার্নের ফ্যাব্রিকে তৈরি কনটেম্পরারি শিলুয়েটের কো-অর্ড সেটে পূজার লুক রিডিফাইনড। সঙ্গে হিল আর পিনস্ট্রাইপড প্রিন্টেড মোজায় স্ট্রিট স্টাইল সুসংজ্ঞায়িত। অতীত ঐতিহ্য আর শহরের আধুনিক ছন্দের এমন মিলমিশই তো উসকে দেয় কতশত গল্প
মডেল: প্রিয়ন্তী
ওয়্যারড্রোব: তান বাই তানহা
ডেনিমিফাইড ধুনচি
বনিয়াদি নৃত্যকলার স্ট্রিট স্টাইল শোডাউন। এই এসথেটিকের সঙ্গে খাপ খাওয়াতেই মিরর ওয়ার্কের ব্রালেট আর ব্যাগি লো-রাইজ জিনসের সঙ্গতে এমন জমাটি লুক। কোমরে ঘণ্টির বেল্টে এথনিক চার্মের চাঞ্চল্য। আর সিল্কের ওড়নায় সাজে তৈরি বৈপরীত্যের মাধুর্য। পায়ের স্নিকারেও তার সুস্পষ্ট ছাপ
মডেল: সিমলা মিম
ওয়্যারড্রোব: ক্যানভাস
স্ট্রিট ফিট শৃঙ্গার
এ তো নববধূর রেওয়াজ। কিন্তু জেন-জিদের লেয়ারিং রুল বুক মেনে। বেইজে সোনালি ব্রোকেডের লেহেঙ্গা স্টাইল স্কার্ট। কনট্রাস্টে টাক ইন ওভারসাইজড শার্টের সঙ্গত। নথ, লেয়ারড অক্সিডাইজড চেইন আর কাফে এথনিকের উদ্যাপন, কিন্তু পায়ের কমব্যাট বুটে আবার আধুনিকতার ছোঁয়া
মডেল: আরনিরা
ওয়্যারড্রোব: সাফিয়া সাথী
