আইএইচজি’র ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ‘লাফস ইন লাক্সারি’ আয়োজনের ঘোষণা দিয়েছে। এটি হাসি ও পরিশীলিত আতিথেয়তার এক অবিস্মরণীয় মিশ্রণের মাধ্যমে অতিথিদের মোহিত করার জন্য একটি এক্সক্লুসিভ স্ট্যান্ডআপ কমেডি ইভেন্ট।
হোটেল কর্তৃপক্ষ জানায়, এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) হোটেলের বিলাসবহুল বলরুমে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায়। দেশের দুই প্রশংসিত কৌতুক প্রতিভা আমিন হান্নান চৌধুরী ও কে. জুবায়েরের পরিবেশনা থাকবে তাতে।
টিকিটের মূল্য জনপ্রতি ১৫০০ টাকা। এ ছাড়াও, অতিথিদের গুরমেট বাইটসে আপ্যায়ন করা হবে। থাকবে হালকা গুরমেট খাবার, যা হাস্যরস ও পরিশীলিততায় নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে।
- ফুয়াদ/ক্যানভাস অনলাইন
ছবি: ক্রাউন প্লাজা ঢাকা গুলশান বাই আইএইচজি’র সৌজন্যে

