ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ট্যুরিজম ফেয়ার’, যা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার থেকে শনিবার (২৫-২৭ সেপ্টেম্বর ২০২৫), প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত, হোটেলের গ্র্যান্ড সামিট-২, লেভেল-৬-এ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই বিশেষ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ১২টি এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিজম সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। উক্ত মেলা উদ্বোধন করা হবে বৃহস্পতিবার বিকাল ৪টায়।

এই মেলাকে নানা পেশার অতিথিদের জন্য নেটওয়ার্কিংয়ের চমৎকার সুযোগ হিসেবে গণ্য করছে আয়োজকেরা। এ ছাড়াও ভিজিটরদের জন্য থাকছে এক্সক্লুসিভ সব ডিসকাউন্ট ও র্যাফেল ড্র। রিওয়ার্ড পার্টনার হিসেবে থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার আস্ট্রা।
বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৩৩২৫০৪ নম্বরে; অথবা ভিজিট করতে পারেন– https://www.facebook.com/share/1Fvp6ZULVX/।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

