রোজার মাস শেষে ঈদ এসেছে এক রাশ খুশির বার্তা নিয়ে। ঈদের দিন সকাল থেকে রাত অবধি আনন্দে থাকতে, আনন্দে রাখতে পরিকল্পনা থাকে বেশির ভাগ মানুষের। সকালে নামাজ থেকে ফিরে পরিবারের সঙ্গে নাশতা শেষ করে আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারেন। একটি কয়েক মিনিটের ফোন কলে প্রিয়জনের মন খুশি করার এই সুযোগ লুফে নেওয়া যেতেই পারে।
যারা একই শহরে কাছাকাছি থাকেন, তাদের সঙ্গে দেখা করার জন্যে ঈদের দিন ও তার পরের দিন বেছে নেওয়া যেতে পারে। আপনজনদের কাছে পেলে উৎসবের রং রঙিন করে মন। প্রযুক্তির আশীর্বাদে এখন ভিডিও কল হাতের মুঠোয়। দূর দেশে আছেন যারা, তাদের সঙ্গে পরিকল্পনা করে সময় মিলিয়ে নিতে পারেন। স্পর্শ না করা গেলেও দেখা হোক।
দীর্ঘদিন যে বন্ধুদের সাথে দেখা হয় না, ঈদের ছুটিতে তাদের সঙ্গে বসে যেতে পারেন আড্ডায়। আলিশান রেস্টুরেন্ট আবশ্যক নয়। টং দোকান-ই সই। গল্প জমে উঠবে চায়ের কাপে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ