ঢাকার বনানীতে শুক্রবার সন্ধ্যায় কে ক্র্যাফট বাংলাদেশে রোটারির ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্যাশন শো আয়োজন করে। এই শো-টি আমাদের বিজয়, একুশে ফেব্রুয়ারি, বিভিন্ন ঋতু এবং আনন্দের উৎসবের ধারণার সাথে বাংলাদেশের নিজস্বতা এবং ঐতিহ্যকে পোশাকের মাঝে ফুটিয়ে তোলা হয়। এই শো-এর আরেকটি আকর্ষণ ছিল কে ক্র্যাফটের এবছরের এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। সম্মানিত অতিথি, সারা দেশ থেকে আসা রোটারিয়ান এবং রোটারি ক্লাব অব ঢাকার আয়োজকদের কাছে অনুষ্ঠানটির থিম এবং নতুন সংগ্রহগুলো ব্যাপক সমাদৃত হয়েছে।
Related Projects
ইশো’র নতুন ওয়েডিং কালেকশন
- December 6, 2023
১ ডিসেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত
কে ক্র্যাফটের ঈদ সংকলন
- March 27, 2024
কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচন করেছে উৎসবমুখর পরিবেশ ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে