পা ছুঁয়ে সালাম দেওয়া হোক আর না হোক, ঈদে সালামি চা-ই-চাই। আবদার যার কাছে করা যায়, তার কাছেই চাওয়া যায় সালামি। হোক সে আত্মীয় কিংবা স্বজন।
কেউ কেউ সালামি চাইতে পছন্দ করে, কেউ পছন্দ করে দিতে। আবার কেউ কেউ কখনোই লজ্জায় চাইতে পারে না। নিতেও হাজার অস্বস্তি! জোর করে হাতে ধরিয়ে দিতে হয়।
আপনি যদি ঈদ সালামি চাওয়ার দলে থাকেন, তাহলে মাথায় রাখুন কার কার কাছে তা আশা করেন। এই তালিকা কাগজে করার প্রয়োজন কম। মনে মনে হিসাব কষলেই হবে। তাদের সঙ্গে দেখা হলে চাইতে পারেন। দেখা হওয়ার সুযোগ কম থাকলে ফোনেও হতে পারে যোগাযোগ।
সালামি দেওয়ার জন্যে নতুন নোট যোগাড় করতে পারলে বেশ ভালো। নতুন নোটের আর পুরনো নোট, সব কিছু মূল্য এক হলেও কড়কড়ে টাকায় উৎসবের আনন্দ মিশে থাকে। রঙিন খাম কিনতে পারেন সালামি দেওয়ার জন্যে।
আমাদের দেশের বেশ কিছু ব্র্যান্ড এবারের ঈদে সেলামি খাম নিয়ে এসেছে। রঙিন এসব খামের দামও তেমন বেশি নয়। টেইলসম্যানে ৬ পিস খাম পাওয়া যাবে ২০০ টাকাতে। সলিড কালারের ক্লাসিক খাম। ওশিন, ক্র্যাফট বাকেটে পাওয়া যাবে প্রিন্টের খাম। রিফাত জে, গিফট এসেনশিয়াল, ক্র্যাফট অ্যান্ড ক্রিয়েশনস আছে ঈদের থিমের কার্ড।
সালামি বক্স নিয়ে এসেছে রুফোস বাই র্যাপ আপ বিডি। সালামি দেওয়ার জন্যে এমন আয়োজন থেকে পছন্দের খাম বেছে নিতে পারেন আপনি।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ