ইভেন্ট I স্টোরি ওভেন ইন গোল্ড: আমি ঢাকা X বাই হিয়ার নাউ
আরবান ফ্যাশন লেবেল আমি ঢাকা তাদের নতুন কালেকশন বাজারে এনেছে গত ১২ সেপ্টেম্বর। এই উপলক্ষে ব্র্যান্ডটি আয়োজন করেছিল একটি বিশেষ অনুষ্ঠানের। শিরোনাম ‘স্টোরি ওভেন ইন গোল্ড’। বাংলাদেশের ফ্যাশন ও সংস্কৃতির সোনালি অধ্যায় ডানা মেলে এখানে। সোনারগাঁওয়ের বড় সর্দারবাড়ি বেছে নেওয়া হয়েছিল ভেন্যু হিসেবে। এই ঐতিহ্যবাহী স্থাপনায় আনকোরা একটি ফ্যাশন রানওয়েতে প্রদর্শিত হয় আমি ঢাকার পোশাক। সংকলনের মূলে ছিল ফ্যাশনের অতীত আর ভবিষ্যৎকে ধারণ। সে অনুযায়ী নকশা করা হয়েছিল প্রতিটি আউটফিট। পুনর্জন্ম, নদীর ডাক, ঐতিহ্য, নিশির নগর এবং চির শাড়ি- এই পাঁচ অধ্যায়ে ফ্যাশন ব্র্যান্ডটির নকশা করা পোশাক সামনে আসে। ঐতিহ্য আর সমকালীনের মেলবন্ধনের নিদর্শন সেখানে ছিল স্পষ্ট।
ঢাকা বাংলাদেশের রাজধানী। তারুণ্য আর কর্মচাঞ্চল্যের বনিয়াদে তৈরি এই শহর। এবারের সংগ্রহে এই শহরের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আছে গল্প। ঐতিহ্যবাহী কারুশিল্পের নিবিড় বুননে বোনা কারুকাজ দেখা গেছে পোশাকে। হাতে তৈরি রঙিন নকশায় আরও প্রাণবন্ত।
পুনর্জন্ম
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার অনুপ্রেরণায়। উত্তেজনা, রূপান্তর আর আগুন এখানে উপস্থিত। বর্তমান সময়ের মসলিন ও সিল্ক বেছে নেওয়া হয়েছে ফ্যাব্রিক হিসেবে। তাতে করা হয়েছে কারচুপি ও জারদৌসির অলংকরণ।
নদীর ডাক
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ থেকে অনুপ্রাণিত। নদী সব রকমের স্মৃতি বহন করে। ভালো, মন্দ- সব। নদীর গুরুত্ব, গুণ এমনকি ভাঙনের মতো ক্ষতিও ছিল অনুপ্রেরণায়। হস্তচালিত ও মেশিনের সূচিকর্মে আনকোরা হয় মসলিন আর সিল্কের মতো ফ্যাব্রিক। খাদি ছিল সেখানে। এই অধ্যায়ের বিশেষ আকর্ষণ ২৫০টি হাতে তৈরি শাপলা দিয়ে সজ্জিত কিংবদন্তি নদী দেবীর নকশা।
ঐতিহ্য
জীবনানন্দ দাশের কবিতা ‘স্মৃতি’ থেকে অনুপ্রাণিত। পুরোনো শহরের টেক্সচার খাদি, ব্লকপ্রিন্ট ও সূচিকর্মে ফুটে উঠেছে। সিলুয়েটগুলোতে ধুতি এবং দৈনন্দিন বাঙালি পোশাকের ছোঁয়া।
নিশির নগর
শামসুর রাহমানের ‘স্মৃতির শহর’ শীর্ষক আত্মজীবনীমূলক বইয়ের একটি উল্লেখযোগ্য অংশ নিশির নগর। সেখান থেকে পাওয়া অনুপ্রেরণায়। নিদ্রাহীন, স্পন্দিত ঢাকা। নিয়ন ও ছায়া। ড্রেপিংয়ের মুনশিয়ানা, ক্রপড ব্লাউজ, ধুতি-প্রাণিত প্যান্ট, খাদি, শাড়ি ও কাঁথা দিয়ে তৈরি পোশাকও ছিল।
চির শাড়ি
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ ও জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ থেকে অনুপ্রাণিত। কালো আর সোনালির আড়ম্বরে মুগ্ধতা বিলিয়েছে অকাতরে। হাতে বোনা প্রতিটি শাড়ি; যা সমকালীন ফ্যাশন-সচেতনদের বাংলাদেশি ফ্যাশনের শিকড়ের গল্প মনে করিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে হাজির হয়েছিল।
শেষ কথা
আমি ঢাকার বিশেষ এই ফ্যাশন রানওয়ে সিল্ক, মসলিন, খাদি আর কাতানের আলোয় ছিল উদ্ভাসিত। এদের ক্যানভাসে অলংকরণ রূপে উপস্থিত ছিল কারচুপি, জারদৌসি, কাঁথা স্টিচ, ব্লক প্রিন্ট। গয়নার ব্যবহারেও দেখা গেছে মুনশিয়ানা। মডেল ছিলেন তানজিয়া মিথিলা, রুনা খান, জেসিয়া ইসলাম, রাজ মানিয়া, সিয়াম সোবহান, আজরাফসহ অনেকে। প্রতিটি পোশাকে ছিল ঢাকার গল্প, প্রতিটি স্টিচ জুড়ে ছিল স্মৃতি। জমকালো এই ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল ক্যানভাস।
ফ্যাশন ডেস্ক
ছবি: আমি ঢাকার সৌজন্যে
