skip to Main Content

নখদর্পণ I নববধূর নখ-নখরা

চেনা ছকের বাইরে নেইল ডুর জন্য বিয়ে সেরা উপলক্ষ। সৃজনীসৃষ্ট নখে কনে দশে দশ। কিছু চিরচেনা আবার কিছু একদম আনকোরা, এমনই এবারের নেইল ট্রেন্ড

বউয়ের সবকিছুই একটু বিশেষ। হোক কাজল কালো চোখ, কিংবা নখ—সব চাই একদম টপ-নচ। নখ তাই সাদাসিধে রাখার সময় এটা নয়; বরং সাজিয়ে নেওয়ার ক্ষণ। ম্যাক্সিমালিজমের মধুরতা এবার স্পর্শ করেছে সৌন্দর্যের অলিগলি। নখেও তার ছোঁয়া লেগেছে। তাই এবারে কনের নখ পূর্ণ হবে জৌলুশে।
ভারতীয় উপমহাদেশীয় বিয়ের জৌলুশ, রঙের বাহার আর কারুকাজের নিপুণতা—সব মিলিয়ে এক উৎসবমুখর আবহ। বিয়ের সাজ বলতে প্রচলিত ধারণা ছিল পোশাক, গয়না ও মেকআপের নিখুঁত সমন্বয়। কিন্তু এখন আর এই সৌন্দর্য পূর্ণ হয় না নেইল আর্ট ছাড়া। তাই এই মৌসুমে কনের হাতের আঙুলে ঝলমল করবে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন।
মেহেদিপ্রাণিত
মেহেদির আবেদন চিরন্তন। নান্দনিক নকশায় মুগ্ধ করার ইতিহাস হাজার বছরের। এবার নেইল ক্যানভাসেও রাজত্ব করতে হাজির সেই নকশা। পেইসলি, ফুলের মোটিফ আর ম্যান্ডালা প্যাটার্ন—তিনই দ্যুতি ছড়াচ্ছে। আলাদা আলাদার পাশাপাশি তিনের একত্র অবস্থানও দৃশ্যমান। নেইল বেইজে গাঢ় লাল, বাদামি অথবা সোনালি ব্যবহার করে তার ওপরে নকশা করা যেতে পারে সাদা অথবা কালো।
ক্রিস্টাল ও রাইনস্টোনের গ্ল্যামার
বিয়ের রোশনাই নখেও চাইলে ক্রিস্টাল ও রাইনস্টোনেই হবে বাজিমাত। ব্রাইড যদি চান ঝলমলে উপস্থিতি, তবে ক্রিস্টাল নেইল আর্ট তার জন্য পারফেক্ট। ছোট ছোট পাথর আর রাইনস্টোন দিয়ে সাজানো নখের নকশা মিলিয়ে নেওয়া যেতে পারে পোশাকের সঙ্গে। হালকা প্যাস্টেল বা ন্যুড ব্যবহার করা যেতে পারে নেইল বেসে।
গোল্ড ফয়েলের বাজিমাত
সোনালি রং মানেই যেন উৎসবের বার্তা। গোল্ড ফয়েল অ্যাকসেন্ট এখন বিয়ের নেইল ট্রেন্ডে রাজত্ব করছে। পুরো নখে বা কেবল প্রান্তে হালকা সোনালি ফ্লেকস—যেকোনোভাবেই হতে পারে ব্যবহার; তবে নকশা যেমনই হোক, সামান্য গোল্ড ফয়েলের উপস্থিতি হতে পারে গেম চেঞ্জার। রোজি নিউট্রাল বেসের সঙ্গে গোল্ড ফয়েল মিশিয়ে নিলে পাওয়া যেতে পারে পারফেক্ট কম্বিনেশন।
শিমারি ওম্ব্রের মায়া
ওম্ব্রে নেইল এখনো ট্রেন্ডে; তবে এই মৌসুমে এসেছে শিমার-গ্লিটার যুক্ত নতুন রূপে। দুই রঙের নরম গ্রেডিয়েন্ট, তার ওপর ঝিলমিল পরত, একেবারে ফেইরিটেল ভাইব। গোল্ড, রোজ পিঙ্ক বা হালকা নীলের টোনে করা যেতে পারে এক্সপেরিমেন্ট।
থ্রি-ডি ফুলেল
নখের ওপর ত্রিমাত্রিক ফুলের ডিজাইন মেহেদি বা সংগীতের দিনের জন্য হবে জুতসই। প্যাস্টেল টোনে তৈরি ছোট ছোট ফুল কনের আভিজাত্যে আনবে কোমল সৌন্দর্য। পিচ, লাইলাক বা মিন্ট শেড বেস হিসেবে ব্যবহার করলে স্নিগ্ধতা হবে দশে দশ।
ক্ল্যাসিক লাল
বিয়ের কনের জন্য লাল নেইলপলিশ ছিল প্রিয় বান্ধবীর মতো। কোনো চিন্তা ছাড়াই বেছে নেওয়া যেত। এই ইতিহাস বহু বছরের। এবারও লাল থাকবে স্বমহিমায়। তবে ব্রাইডরা চাইছেন এই লালেই নতুন টুইস্ট—মেটালিক ফিনিশ, জ্যামিতিক নকশা বা পার্ল অ্যাকসেন্ট। উজ্জ্বল রেড বেসে হালকা সোনালি বা সিলভার লাইনে তুলুন ক্ল্যাসিকের সঙ্গে কনটেম্পরারির ঝলক।
মনোগ্রাম ম্যাজিক
কনের নখে নিজের আর বরের আদ্যক্ষর এখনকার ট্রেন্ড। ছোট হার্ট, ইনফিনিটি চিহ্ন বা বিয়ের তারিখও হতে পারে ডিজাইনের অংশ। হালকা বেসে মেটালিক টোনে থাকতে পারে মনোগ্রাম। একেবারে ‘মেড ফর ইউ’ ভাইব!
মেটালিক ম্যাডনেস
সিলভার, রোজ গোল্ড বা ক্রোম—এই মেটালিক নেইলগুলো বিয়ের লুকে আনে ফিউচারিস্টিক ও সাহসী ভাব। আধুনিক ব্রাইডদের কাছে এটি এখন স্টেটমেন্ট ম্যানিকিউর। হাই শাইন মেটালিক পলিশ বেছে নিলে কম আলোতেও ঝলমল করবে।
মিনিমাল নেইল আর্ট ফর মডার্ন ব্রাইড
সব সময় ঝলমলে না; কেউ কেউ সৌন্দর্য খুঁজে পান শুধু সরলতায়। মিনিমাল নেইল ডিজাইনের ক্ষেত্রে এক বা দুই নখে সামান্য জিওমেট্রিক বা গ্লিটার টাচ রাখা যেতে পারে। ন্যুড, বেইজ বা ক্রিম বেসের সঙ্গে বেশ মানাবে। সাবলীল অথচ মার্জিত এমন নকশা সব সময় ইন ট্রেন্ড।
ব্রাইডসমেটদের রঙিন খেলা
যারা কনের পাশে থাকবেন, তারাও কিন্তু কম যান না! ব্রাইডসমেটরা ম্যাজেন্টা, টিল বা নিওন টোনের নেইল ডিজাইন বেছে নিতে পারেন। সঙ্গত দিতে পারে ছোট পাথর, পোলকা বা পেইসলি প্যাটার্ন। ভরপুর আনন্দের ছোঁয়া প্রকাশ পাবে সেখানে। সাহসী রং বেছে নিলে প্রতিটি ছবিতেই দেখা যাবে ফ্রেশ এনার্জি।
নেইল আর্ট এখন শুধু ফ্যাশন নয়; এটি কনের ব্যক্তিত্বেরও অংশ। মেহেদি অনুপ্রাণিত ডিজাইন থেকে শুরু করে ক্রিস্টাল ঝলমল বা সোনালি ফয়েল প্রতিটি ট্রেন্ডে লুকিয়ে থাকে গল্প, রুচি আর নিজস্ব দীপ্তি।

 সারাহ দীনা
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top