skip to Main Content
মিস ইউনিভার্সে কলঙ্ক: অপমানে প্রতিযোগিতা ত্যাগ মিস মেক্সিকোর

মিস ইউনিভার্স। শীর্ষ বার্ষিক বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা। ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর ২০২৫; থাইল্যান্ডে। এবারের আসরে শতাধিক দেশের শতাধিক প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা।

গ্র্যান্ড ফিনালে যখন আসন্ন, এমন সময়ে কলঙ্কের কালিমা লাগল এই প্রতিযোগিতায়। কর্তৃপক্ষের বিরুদ্ধে অপমানের অভিযোগ তুলে ‘মিস ইউনিভার্স ২০২৫’ থেকে নিজেকে সরিয়ে নিলেন মেক্সিকান প্রতিযোগী।

ফাতিমা বোশ

লাতিন আমেরিকান সংস্কৃতির প্রতি নিবেদিত আমেরিকান গণমাধ্যম রেমেজক্লার প্রতিবেদনসূত্রে জানা যায়, থাই প্যাজেন্ট ডিরেক্টর নাওয়াত ইতসারাগ্রিসিল প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, মিস মেক্সিকো ফাতিমা বোশ ইতিমধ্যেই প্রতিযোগিতা ত্যাগ করেছেন। ঘটনার সূত্রপাত ঘটে একটি স্যাস সিরিমনিতে; আর তা মিস ইউনিভার্স থাইল্যান্ড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

ফাতিমা বোশ

সেই অনুষ্ঠানে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের ডিরেক্টর নাওয়াত জনসমক্ষে ফাতিমাকে জেরা করেন একটি স্পন্সর শুটে অনুপস্থিত থাকার দায়ে। ক্যামেরার সামনে ব্যাখ্যা দিতে বলেন তিনি। এক পর্যায়ে ওই প্রতিযোগীকে বাজে সম্বোধন করে বসেন। ফাতিমা প্রতিবাদ করলে এমনকি নিরাপত্তা প্রহরীকে ডেকে পাঠান ওই কর্মকর্তা। এর প্রতিক্রিয়ায় প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন মিস মেক্সিকো।

ফাতিমা বোশ

নিজ প্রতিনিধিকে সমর্থন জানিয়ে মিস ইউনিভার্স মেক্সিকো কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘থাইল্যান্ডে ফাতিমা বোশের সঙ্গে যা ঘটেছে, তা অগ্রহণযোগ্য। কোনো পরিস্থিতিতেই কোনো নারীর এ ধরনের অপমান বা অপদস্থ প্রাপ্য নয়।’

এদিকে, ঘটনাটির জন্য মার্জনা চেয়ে নাওয়াত বলেছেন, ‘কেউ যদি কোনো কারণে ভালো বোধ না করেন, অস্বস্তিতে ভোগেন, আক্রান্ত হন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

নাওয়াত ইতসারাগ্রিসিল

অবশ্য, এবারের আসরে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনা এটিই প্রথম বা একমাত্র নয়। ইতোমধ্যেই মিস আরমেনিয়া, মিস কানাডা, মিস প্যালেস্টাইন, মিস বাহামাস, মিস কেপ ভার্দে, মিস স্পেন, মিস বেলিজ, মিস বলিভিয়া ও মিস বুলগেরিয়া ‘মিস ইউনিভার্স ২০২৫’ থেকে ওয়াক-আউট করেছেন।

ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top