ফ্যাশন বিট
লা রিভ উইন্টার কালেকশন
এসেনশিয়ালিজম নামে বাজারে এসেছে বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড লা রিভের শীতের সংগ্রহ। কালার প্যালেট, মোটিফ ও প্যাটার্ন—প্রতিটি ধাপে অপরিহার্যতার দর্শন, চলতি ট্রেন্ড ও নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে। সেন্টিমেন্ট বা মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে পাডল বা হালকা মেটে রং। সঙ্গে যোগ হয়েছে প্র্যাকটিক্যাল নিউট্রাল বা সাদা, হালকা গোলাপি, ধূসর-সবুজ, মাখন বাদামি, আকাশি নীল, পুদিনা সবুজ, বেইজ, লেবু সবুজের মতো রং। ডিপ প্যালেটে নেভি ব্লু, কালো, সয়া-ব্ল্যাক, কমলা, লাল ও মেরুনের শেড। এই রংগুলো ব্যবহার করেই মনোক্রোম ও কালার ব্লকিংয়ের দুটি কিউরেশন করা হয়েছে উইন্টারের জন্য। ডিটেইলিং বা সূক্ষ্ম কাজগুলোই সৃজনশীলতাকে ভিন্নমাত্রা এনে দেয়। যেমন পোশাকের কলার। পোশাকগুলো স্টাইলের পাশাপাশি বাস্তব জীবনে বহুমাত্রার ব্যবহারযোগ্যতা এনে দিয়েছে।
বিজিএমইএর গুরুত্বপূর্ণ ট্যারিফ চুক্তি
নভেম্বরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং মার্কিন কটন এক্সপোর্টার্সের মধ্যে গুরুত্বপূর্ণ ট্যারিফ কো-অপারেশন চুক্তি হয়েছে। যা বাংলাদেশের পোশাকশিল্পের জন্য খুলে দিয়েছে নতুন সুযোগের দরজা। এই সমঝোতার মূল লক্ষ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ করা এবং বাংলাদেশে টেক্সটাইল শিল্পের জন্য মার্কিন কটনের খরচ ও ট্যারিফ কমানো। সরবরাহ স্থিতিশীল রাখার মাধ্যমে স্থানীয় রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টাররা খরচ সাশ্রয় করতে পারবে, যা তাদের গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হবে। এই কো-অপারেশন শুধু খরচ কমানোতেই সীমাবদ্ধ নয়; এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্য অংশীদারত্ব এবং টেক্সটাইল নীতির সমন্বয়কে আরও শক্তিশালী করবে। বাংলাদেশি গার্মেন্টস সেক্টরের জন্য একটি বড় পদক্ষেপ, যা শিল্পকে আরও স্থিতিশীল ও টেকসই করতে সহায়ক। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় এক্সপোর্টার ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত প্রচেষ্টা বাজারে নতুন সম্ভাবনা আনতে পারে।
মিস ইন্টারন্যাশনালে জেসিয়ার পোশাকে দেশপ্রেম
টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর আসর বসে। ১৩ থেকে ২৭ নভেম্বর। মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন জেসিয়া ইসলাম। যিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে একত্র হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে দেশের পরিচয় তুলে ধরেন। এই প্ল্যাটফর্মে ন্যাশনাল কস্টিউম রাউন্ডে তার পোশাক ছিল আগাগোড়া সবুজে মোড়ানো। যা মূলত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে মাথায় রেখে তৈরি। তাতে নদীমাতৃক বাংলার ছবিও উঠে এসেছে। এই বিশেষ পোশাক নকশা করেছেন বাংলাদেশি ডিজাইনার রাইসা আমিন শৈলী।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ
