skip to Main Content
ঢাকা রিজেন্সির ‘ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস’ অফার

নতুন বছরের আনন্দঘন সূচনায় প্রিয়জনের সঙ্গে কাটুক উৎসবের মুহূর্ত। এই ভাবনা থেকেই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ ডাইনিং ও স্পা প্রিভিলেজ ক্যাম্পেইন, ‘ডাইন উইদ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ‘।

১ থেকে ১০ জানুয়ারি ২০২৬, অতিথিরা উপভোগ করতে পারছেন এক্সক্লুসিভ ব্যুফে ডিনার, যেখানে রয়েছে সিলেক্টেড ইন্টারন্যাশনাল কুজিন এবং লোভনীয় ডেজার্ট কর্নার, যা পারিবারিক আড্ডা ও বন্ধুমহলের মিলনমেলায় এনে দিচ্ছে বাড়তি আনন্দ। এ আনন্দকে আরও আকর্ষণীয় করতে থাকছে স্পেশাল গ্রুপ ডাইনিং, একটির মূল্যে ৩টি ব্যুফে ডিনার উপভোগের সুযোগ, ৮৩৩৩ টাকায়; যা সকল অতিথির জন্য প্রযোজ্য।

নতুন বছরের শুরুতে রিল্যাক্সেশন ও সেলফ-কেয়ারকে গুরুত্ব দিয়ে ঢাকা রিজেন্সির জুভেনেক্স স্পাতে থাকছে বিশেষ ছাড়। অতিথিরা পাবেন সব স্পা সার্ভিসে ২৬% ডিসকাউন্ট, আর প্রিমিয়ার ক্লাব সদস্যরা উপভোগ করবেন ৪০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট, যা চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত । ফলে একসঙ্গে আনন্দ, স্বাদ ও আরাম– সবকিছু উপভোগের দারুণ সুযোগ দিচ্ছে এই নিউ ইয়ার স্পেশাল আয়োজন।

উষ্ণ আতিথেয়তা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুচিন্তিত সেবার সমন্বয়ে ঢাকা রিজেন্সি সকলকে আমন্ত্রণ জানায় পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য। বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ অথবা https://www.facebook.com/share/16CHAF4uoW ওয়েব লিংকে ভিজিট করতে পারেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top