মেয়েদের স্নিকারকে ঘিরে নানা রকম ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে। কিন্তু অনেকেই জানেন না, কোন ধরনের পোশাকের সঙ্গে কী ধরনের স্নিকার পরতে হয়।
একঝলকে দেখে নেওয়া যাক, কোন ধরনের পোশাকের সঙ্গে মানানসই হতে পারে, কোন ধরনের স্নিকার।
রিপড জিন্স , উপরে নট শার্ট, গলায় লেয়ার নেকলেস, হাতে ঘড়ি আর পিঠে চামড়ার ব্যাকপ্যাকের সঙ্গে পায়ে বেসিক সাদা স্নিকার ভালো মানাবে।
সাদা ডেনিম প্যান্ট, গায়ে ব্ল্যাক টি আর সঙ্গে ডেনিম জ্যাকেট, কানে পাথরের ছোট টপ আর সজ্জিত তরুণীর মুখশ্রীকে আকর্ষণীয় করে তুলবে লিপ গ্লস, আর নিজেকে আরও পরিপাটি করে তুলতে পোশাক ও রূপসজ্জার সঙ্গে তাল মিলিয়ে নিতে পারেন সঙ্গে মানানসই একটি ব্যাগ রাখলে। আর এসব কিছুকে পূর্ণ মাত্রা এনে দিতে হালকা গোলাপি রঙের রোস ব্লাশ স্লিপ-অন স্নিকার।
ধূসর রঙের নিট ড্রেস, কানের টপ, গোল্ডেন ব্রেসলেট, সানগ্লাস, পার্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাডিডাসের স্নিকার মানাবে ভালো।
আর যদি রূপ ও পোশাকসজ্জার কম্বিনেশন হয় সাদা জ্যাকেট, ফ্রিলের টপ, কালো লেগিংস, রিং কানের দুল, লিপ বাম, পার্স- তাহলে এর সঙ্গে ফ্লোরাল প্ল্যাটফর্ম স্নিকার মেট্রো-নারীর সৌন্দর্যকে বিশেষ মাত্রা দিতে পারে।