মানুষমাত্রই সৌন্দর্যের পূজারি। সুন্দর খুঁজে বের করতে মানুষ আশ্রয় নিয়েছে নানান প্রচেষ্টা আর প্রতিযোগিতারও। তারই ধারাবাহিকতায় আবার শুরু হয়েছে বিশ্বসুন্দরী খোঁজার আয়োজন। এবারের আসরেও অংশ নেবে বাংলাদেশ।
মূল আসরে অংশগ্রহণকারীকে খুঁজে বের করতে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’। গত ১৬ সেপ্টেম্বর বিএফডিসিতে এ প্রতিযোগিতা শুরু করে অন্তর শোবিজ। প্র্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই প্রতিযোগিতার সকল কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন। চুলচেরা বিশ্লেষণে ইতোমধ্যে সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকেরা। কিন্তু নির্বাচিত ১০ প্রতিযোগীর নাম এখনই জানাতে চাইছে না কর্তৃপক্ষ।
এবারের বাছাই কার্যক্রমে বিচারক ছিলেন সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি ও ব্যারিস্টার ফারাবী। জানা গেছে, গ্র্যান্ড ফিনালে তারাই বিচারকার্য পরিচালনা করবেন। পাশাপাশি গ্র্যান্ড ফিনালেতে আইকন বিচারকেরা যোগ দেবেন। তাদের নাম প্রকাশ করেননি আয়োজকেরা।
স্বপন চৌধুরী জানান, ২৬ সেপ্টেম্বর থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কার্যক্রম নিয়ে নির্মিত অনুষ্ঠান টেলিভিশনে প্রচার শুরু হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তিনি ৭ ডিসেম্বর চীনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন।