বুলেটিন
ফেস আকুপাংচার
সুচ ফুটিয়ে শরীরের যত্ন! চীনাদের বহু পুরোনো কলা। তাদের বিশ্বাস, আর ফলাফল জাদুকরি। বিজ্ঞানসম্মত ভিত্তিও রয়েছে এর। সম্প্রতি শরীর ছেড়ে মুখে সুচ ফুটানো শুরু হয়েছে। সৌন্দর্যবর্ধনের জন্য। কিম কার্দাশিয়ানদের মতো জনপ্রিয় তারকারাও মহা উৎসাহে সুচ ফুটাচ্ছেন মুখে। ফেস আকুপাংচার নাকি ত্বকের গাঁথুনিতে পরিবর্তন আনে। দূর হয় বলিরেখাসহ বুড়িয়ে যাওয়ার নানা চিহ্ন। কারণ, আকুপাংচারে ত্বককোষ উদ্দীপ্ত হয়। ত্বক সারাইয়ে যা সাহায্য করে। বাড়ায় কোলাজেন উৎপাদনের পরিমাণ। দেখায় দাগছোপমুক্ত, মসৃণ। এ ছাড়া ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়। আর্দ্রতাও। ফলে ইলাস্টিসিটি বাড়ে ত্বকের। ত্বক হয় দারুণ উজ্জ্বল। কিন্তু যেনতেন জায়গায়, যার-তার হাতে করে ফেললে চলবে না। চাই বিশেষজ্ঞ তত্ত্বাবধায়ন। তবেই মিলবে কাঙ্ক্ষিত ফল।
ম্যাকের মনোক্রোম
ম্যাকপ্রেমীদের জন্য সুখবর। ব্র্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় দুটি লিপ শেপ রুবি উ আর ভেলভেট টেডি এখন শুধু ঠোঁটেই সীমাবদ্ধ থাকছে না; একই শেড এখন মিলবে পুরো মেকআপ কালেকশন। যাতে থাকছে লিপগ্লস, পাউডার ব্লাশ, ম্যাট ও ফ্রস্ট আইশ্যাডো। থাকছে গ্লিটারও। ম্যাকের নতুন মনোক্রোম কালেকশনের জন্য এভাবেই বেছে নেওয়া হচ্ছে ব্র্যান্ডটির বেস্ট সেলার লিপ শেডগুলো। ওল্ড হলিউড ব্লু রেড শেডের রুবি উ আর ডিপ ন্যুড বেইজ রঙা ভেলভেট টেডি ছাড়াও কালেকশন তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে ডিভা (রেডিশ বার্গেন্ডি), সি শিয়ার (গ্রেপ ফ্রুট পিঙ্ক), ক্যান্ডি ইয়াম ইয়াম (নিওন পিঙ্ক) আর হিরোইনের (ব্রাইট পার্পল) মতো শেডগুলো। মেকআপে ম্যাচি ম্যাচি ভাইব যাদের পছন্দ, একই শেডে যারা মুখের ক্যানভাস সাজাতে পছন্দ করেন, তাদের জন্য দারুণ অপশন হতে পারে এ মডার্ন মনোক্রোম কালেকশন। গেল মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজারে মিলছে পণ্যগুলো। ম্যাকের ওয়েবসাইট ও কাউন্টারগুলোতে।
বেবি বিউটি ব্র্যান্ড
নতুন বছরে যাত্রা শুরু হলো নতুন কিছু বিউটি ব্র্যান্ডের। বিশেষজ্ঞদের পছন্দের তালিকায়ও ঢুকে গেছে এর কয়েকটি। সেগুলোর মধ্যে প্রথমেই নাম নিতে হয় ‘হাইয়ার এডুকেশন স্কিনকেয়ার’-এর। মূলত জেড জেনারেশন আর মিলেনিয়ালদের কথা মাথায় রেখে তৈরি এ ব্র্যান্ডের প্রতিটি পণ্য ক্লিন ও ক্রুয়েলটি ফ্রি। নামগুলোও মজার- ডাবল মেজর, স্টাডি বাডিসহ কত কী! আরও দারুণ ব্যাপার হচ্ছে, ব্র্যান্ডটির নিজস্ব ব্লগ আছে। যার মাধ্যমে ক্রেতাদের বাতলে দেওয়া হয় উপযুক্ত পণ্যগুলো। বলতে হয় ‘দ্য গুড স্টাফ’ ব্র্যান্ডটির নামও। সুপার ইউনিক এ ব্র্যান্ডের রয়েছে একটি সালফেট ফ্রি শ্যাম্পু আর ছয়টি লিভ ইন কন্ডিশনার। যেগুলো ভিন্ন ভিন্ন ফর্মুলায় তৈরি। ক্রিম, ফোম, অয়েল, মিল্ক, বাম আর মিস্ট ফর্ম থেকে বেছে নেওয়া যাবে চুলের ধরন বুঝে। কোরিয়ান বিউটিপ্রেমীদের কাছে গ্লো রেসিপি দারুণ জনপ্রিয়। সম্প্রতি বাজারে এসেছে আরেকটি নতুন ব্র্যান্ড। সুইট শেফ নামের ব্র্যান্ডটি মূলত সুপারফুড আর ভিটামিনের মিশেলে তৈরি করে দারুণ সব ত্বকবান্ধব সেরাম শট আর শিট মাস্ক। বোঝাই যাচ্ছে বড় বড় বিউটি ব্র্যান্ডকে টক্কর দিতে নতুন এ ব্র্যান্ডগুলো কোনো অংশেই কম যায় না।