বুলেটিন
গেম চেঞ্জার গোমেজ
রিহানা, লেডি গাগা, জেনিফার লোপেজের পথে হাঁটতে শুরু করেছেন সেলেনা গোমেজ। যুক্ত হচ্ছেন সেলিব্রিটি বিউটি ক্লাবে। সম্প্রতি খবর মিলেছে, ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আনাগোনা বেড়েছে এই তারকার প্রডাকশন কোম্পানি জুলাই মুনের লোকজনের। ‘সেলেনা গোমেজ’ নামের ট্রেডমার্ক ফাইলের আবেদনও জমা পড়েছে। যার পণ্যতালিকায় আছে সুগন্ধি, কসমেটিকস, ত্বক আর চুলযত্নের পণ্য। সাবান, ময়শ্চারাইজার ও হরেক রকমের এসেনশিয়াল অয়েল। তবে বিউটি ইন্ডাস্ট্রিতে একেবারে যে নতুন সেলেনা, তা নয়। এর আগেও পারফিউম নিয়ে কাজ করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু ফ্যাশন পার্টনারশিপ আছে আমেরিকান এ তারকার। তবে এ বিউটি লাইন নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। জানা যায়নি কবে কিংবা কোথায় মিলবে এ প্রডাক্টগুলো।
হুদা বিউটির লাইফ লাইনার
অবশেষে বাজারে এসেছে এ বছরের বহুল প্রতীক্ষিত বিউটি প্রডাক্ট। ‘লাইফ লাইনার’ নামের এই আইলাইনার তৈরি করেছে বিউটি ব্র্যান্ড ‘হুদা বিউটি’। একে বলা হচ্ছে ‘দ্য অ্যান্টিমেট লাইফপ্রুফ’ আইলাইনার। কারণ, শুধু ৪৮ ঘণ্টা ধরে স্থায়ী থাকে না এটি, দেয় ওয়াটারপ্রুফ, স্মাজপ্রুফ এবং একদম ফেডপ্রুফ লুক। তার ওপর আবার ডুয়াল এন্ডেড ডিজাইনে তৈরি। অর্থাৎ এক পাশে লিকুইড লাইনার, অন্য পাশে সফট পেনসিল লাইনার থাকছে। ফলে যেকোনো ধরনের আই মেকআপ লুক তৈরির জন্য দারুণ অপশন এটি। পারফেক্ট উইং লাইনার থেকে গ্রাফিক লাইনার, টাইট লাইনিং এমনকি স্মাজিংও সম্ভব এই এক পেনসিল দিয়েই। দীর্ঘ দুই বছরের গবেষণার ফল এটি, যা তৈরি হয়েছে হাই মলিকিউলার ওয়েট, সিলিকন আর সিলিকন রেজিনের মিশ্রণ থেকে। এতে সৃষ্ট ইলাস্টিকতুল্য টেক্সচার এবং লাইটওয়েট ফিল্ম চোখে লাইনার টিকিয়ে রাখে দীর্ঘ সময়। একদম নিখুঁতভাবে। দেয় সিল্কি, ওয়াটার ফ্রি, জেট ব্ল্যাক আইলাইন। লাইফ লাইনার বিকোচ্ছে ৩০ ডলারে।
ফিফটি শেডস অব ফাউন্ডেশন
গত বছর থেকেই বিউটি ব্র্যান্ডগুলোর মধ্যে দারুণ জনপ্রিয় ইনক্লুসিভ ট্রেন্ড। ফলে ফাউন্ডেশনের শেড মেলাতে এখন আর বেগ পেতে হয় না। ফ্যাকাশে, ফর্সা, চাপা, কালো বা অনেক কালো—ত্বকরঙ যেমনই হোক, মিলে যায় মানানসইটা। ৫০ শেডের ফাউন্ডেশন উৎপাদক ব্র্যান্ড ফেনটি বিউটি দিয়ে শুরু হয় এ ট্রেন্ড, তারপর অনেক ব্র্যান্ডই চলেছে একই পথে। সম্প্রতি অ্যানাস্টেশিয়া বেভারলি হিলস যুক্ত হয়েছে এই তালিকায়। মূলত বিভিন্ন ধরনের হাই এন্ড ব্রাও প্রডাক্টের জন্য বিখ্যাত এ ব্র্যান্ড বাজারে নিয়ে আসছে তাদের তৈরি প্রথম লিকুইড ফাউন্ডেশন ফর্মুলা। অ্যানাস্টেশিয়া বেভারলি হিলস লুমিনাস ফাউন্ডেশনটি মিলবে ৫০টি ভিন্ন ভিন্ন শেডে। কুল, নিউট্রাল ও ওয়ার্ম—তিনটি ভিন্ন আন্ডারটোনে। দেবে শিশিরসিক্ত ফিনিশ। ওয়াটারপ্রুফ এবং একই সঙ্গে অয়েল ফ্রিও। নন-কমেডোজেনিক হওয়ায় ফ্ল্যাশে তোলা ছবিতেও দেখাবে প্রাকৃতিকভাবে সুন্দর। হবে না অক্সিডাইজেশন। বিল্ডেবল কাভারেজ দেবে ফাউন্ডেশনগুলো। যা দিয়ে কাস্টমাইজ লুক তৈরি করে নেওয়া যাবে অনায়াসে। দাম ৩৮ ডলার।