বিউটি সার্ভিস I অ্যারোমা হট অয়েল ফুট ম্যাসাজ
‘নিজের পায়ে দাঁড়ানো’ কথাটা রূপক অর্থে ব্যবহৃত হলেও মানবদেহের জন্য পদযুগল অত্যন্ত জরুরি। তাই এর যথাযথ পরিচর্যা চাই। বাসায় বসে তা করাই যায়। সঙ্গে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হাইএন্ড হরেক রকম পরিচর্যার ব্যবস্থা থাকে বিউটি স্যালনগুলোতেও। এগুলোর মধ্যে সর্বসাম্প্রতিক পদ্ধতি হলো অ্যারোমা হট অয়েল ফুট ম্যাসাজ। অত্যাধুনিক ম্যাসাজ প্রক্রিয়ার সঙ্গে উষ্ণ অ্যারোমা অয়েলের মেলবন্ধনে এ সৌন্দর্যসেবা পায়ের যত্নে পরিপূর্ণ একটি প্যাকেজ। এতে পা শুধু ঝকঝকে দেখাবে না, এই সেবা সুফল এনে দেয় পুরো শরীরে। ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়। ফলে পায়ের ব্যথা থেকে মেলে মুক্তি। ক্লান্তি কাটে। দেহমন ঝরঝরে হয়ে ওঠে। ফলে ঘুমটাও হয় ব্যাঘাতহীন।
সেবার শুরুতেই হট প্যাড রেখে দেওয়া হয় ক্লায়েন্টের পিঠে। এতে শরীরের শিথিল হওয়ার সুযোগ মেলে। ক্লান্তি ভাব কাটতে থাকে। তারপর শুরু হয় পায়ের পরিচর্যার প্রক্রিয়া। প্রথমে ম্যাসাজ দেওয়া হয় ডান পায়ে। অত্যাধুনিক সব কৌশল মেনে করা এই ম্যাসাজে পায়ের ক্লান্ত পেশিগুলো উদ্দীপ্ত হতে শুরু করে। বাড়ে রক্তসঞ্চালন। নির্ধারিত সময় ম্যাসাজ করার পর পা শক্ত করে পেঁচিয়ে দেওয়া হয় হট প্যাড দিয়ে। তারপর রিলাক্সিং ম্যাসাজ দেওয়া হয় বাঁ পায়ে। নির্দিষ্ট সময় থেরাপিউটিক ম্যাসাজের পর এতে মাখানো হয় অ্যারোমা অয়েল এবং ফুট ম্যাসাজ ক্রিমের মিশ্রণ। তারপর চলে আরেক দফা ম্যাসাজ। এরপর দেওয়া হয় হট কমপ্রেস। পা শক্ত করে পেঁচিয়ে নেওয়া হয় হট প্যাডে। অন্যদিকে খুলে নেওয়া হয় ডান পায়ের প্যাড। এতে মাখানো হয় অ্যারোমা অয়েল আর ফুট ক্রিমের মিশ্রণ। ভালোভাবে ম্যাসাজের পর দেওয়া হয় হট কমপ্রেস। খুলে দেওয়া হয় বাঁ পায়ের বাঁধন। দু পায়েই ছড়িয়ে দেওয়া হয় পাউডার। সবশেষে নির্দিষ্ট সময় ধরে ঘাড় ও পিঠে দেওয়া হয় রিল্যাক্সিং ম্যাসাজ। দুই হাঁটুর ওপর তখন হট প্যাড রেখে দেওয়া হয়। সবই করা হয় ক্লকওয়াইজ অর্থাৎ সময়ক্রম মেনে। ফলে পায়ের পাশাপাশি পুরো শরীরে ছড়িয়ে পড়ে সজীবতা। সাধারণত ঘণ্টাখানেক হাতে নিয়ে যেতে হয় অ্যারোমা হট অয়েল ফুট ম্যাসাজের জন্য। হাইএন্ড এ ট্রিটমেন্টে খরচ পড়বে ১৮০০ টাকা।
জাহেরা শিরীন
ছবি: ইন্টারনেট