আজকের রাশি I ৩ অক্টোবর
মেষ
টুকটুক করে লক্ষ্যের অনেক কাছে চলে এসেছেন। প্রয়োজন শুধু একটা ঝলমলে সমাপ্তির।
বৃষ
পারিবারিক ইস্যুতে তৃতীয় পক্ষ নাক গলাতে চাইবে। ঘ্যাচ করে তা কেটে দিতে ভুলে যাবেন না কিন্তু!
মিথুন
নানামুখী চাপ থাকলেও তা কাটিয়ে উঠবেন সফলভাবেই।
কর্কট
উদার হৃদয়ের পরিচয় আগের মতো এবারও দেবেন, সেটাই কাম্য।
সিংহ
অন্যের হাতের মুঠোয় থাকা পরিস্থিতি আপনার দিকে ঝুঁকতে শুরু করবে।
কন্যা
মিশ্র এই দিনটা শেষ পর্যন্ত মধুর হবে, এ ব্যাপারে নিঃসন্দেহ থাকুন।
তুলা
অনাকাক্সিক্ষত কিছু ঝামেলা হবে, সহযোগিতাও আসবে নাটকীয়ভাবে।
বৃশ্চিক
পেঁচালো কিছু ব্যাপারে বেশ বিরক্ত হবেন, তা সহজীকরণের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
ধনু
আপনি গোছানো স্বভাবের, ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না।
মকর
একটা ভজকট পরিস্থিতির মধ্য দিয়ে দিনটা শুরু হবে।
কুম্ভ
আমূল পরিবর্তন বলতে যা বোঝায়, এ দিনে তা-ই হতে যাচ্ছে আপনার।
মীন
মজার কিছু ঘটনা অপেক্ষা করছে আপনার জন্য।