সেলিব্রিটি স্টাইল I স্বরূপে সারিকা
মডেল হিসেবে দারুণ সফল। দেশীয় নামিদামি সব ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানগুলোর পছন্দের শীর্ষে ছিলেন। এমনকি প্রথম বিজ্ঞাপনে কাজ করেই জিতে নিয়েছিলেন বাচসাস সেরা মডেলের পুরস্কার। মনকাড়া অভিনয়ে জয় করে নিয়েছিলেন ছোট পর্দার দর্শকদেরও। মাঝে বেশ কিছুদিন অন্তরালে ছিলেন। কিন্তু ভক্তদের জন্য সুখবর, আবার নিয়মিত দেখা মিলবে এ তারকার। তিনি আর কেউ নন, সারিকা। তারই মুখোমুখি জাহেরা শিরীন
প্রিয় পোশাক?
শাড়ি।
প্রিয় রঙ?
ঘন ঘন বদলায়। আবহাওয়া আর আমার মেজাজের ওপর।
প্রথম ক্রাশ?
শাহরুখ খান।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার গুজব?
আমার বিয়ের খবর। অথচ সেই বিয়েতে আমিই আমন্ত্রিত ছিলাম না। হা… হা… হা…।
ব্র্যান্ডপ্রীতি আছে? পছন্দের ব্র্যান্ড?
ব্র্যান্ডের জিনিস কেনা হয়, কিন্তু সেটা ছাড়া যে চলেই না এমনটা নয়। আর পছন্দের ব্র্যান্ড নির্দিষ্ট করে বলতে পারব না।
অপ্রকাশ্য প্রতিভা?
আমার সবটাই প্রকাশিত। সবার সামনে।
পছন্দের বেড়ানোর জায়গা?
যেকোনো সমুদ্রসৈকত।
ফেবারিট সোশ্যাল অ্যাপ?
একদমই ব্যবহার করা হয় না। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ—কোনোটাই নেই আমার। দ্যাটস হোয়াই আই ক্যান স্পেন্ড মোর টাইম উইদ রিয়েল পিপল, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।
গিল্টি প্লেজার?
ওভার ইটিং। খাবার আমার খুব পছন্দ।
পছন্দের খাবার?
বিরিয়ানি।
আপনার শখ?
শখ তো আমার সহকর্মী, আমার বন্ধু। হা… হা… হা…।
প্রিয় অভিনেতা-অভিনেত্রী?
সেই তালিকা তো অনেক বড়। তবে আলাদা করে বলতে গেলে সুবর্ণা মুস্তাফা আর জয়া আহসানের নাম তাতে থাকবেই।
কী ধরনের সিনেমা ভালো লাগে?
অবশ্যই ভালো সিনেমা। আমার কাছে সিনেমার দুটি ধরন—হয় ভালো, নয়তো ভালো না।
প্রিয় গায়ক-গায়িকা?
ইদানীং কনার গান খুব ভালো লাগে। আর গায়কদের মধ্যে মিনার।
আবেগপ্রবণ আপনি?
না তো! অ্যান্ড আই অ্যাম ব্যাড অ্যাট লায়িং। হা… হা… হা…।
আইডল?
কাজের ক্ষেত্রে সুবর্ণা মুস্তাফা আর জয়া আহসান। ব্যক্তিগত জীবনে আমার মা।
আপনার সৌন্দর্যের রহস্য?
কোনো রহস্য নেই। আই ওয়েকআপ লাইক দিস। হা… হা… হা…।
পছন্দের বিউটি হ্যাক?
প্রচুর পানি পান।
আপনার কাজের সবচেয়ে পছন্দের ব্যাপার?
অ্যাক্টিংয়ের এ টু জেড পুরোটাই আমার পছন্দ।
লাঞ্চ অথবা ডিনার ডেটে যেতে চান কার সঙ্গে?
ব্র্যাড পিট।
রোমান্টিক সিনে অভিনয় করতে চান কার সঙ্গে?
ব্র্যাড পিট। হা… হা… হা…।
ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
পাইলট। পড়াশোনাটা সেভাবেই এগোচ্ছিল।
বাসায় ফ্রিজে কী থাকে সব সময়?
চকলেট। এটা নিয়ে মজার গল্প আছে। আমার মেয়ে স্কুলে গিয়ে তার শিক্ষককে বলেছে যে সবার মাম্মি তো বড় মাম্মি। আমার মাম্মি বেবি মাম্মি। কারণ, আমি আমার মাম্মির সঙ্গে চকলেট শেয়ার করি।
ঘরের সবচেয়ে পছন্দের ব্যাপার?
হোম ইজ কমফোর্ট, হোম ইজ লাভ, হোম ইজ ফ্যামিলি, হোম ইজ এভরিথিং।
পছন্দের শব্দ, যা সবচেয়ে বেশিবার বলা হয় প্রতিদিন?
মা। আমার মা আর মেয়ে—দুজনকেই আমি মা ডাকি। অনেক সময় মজার কনফিউশনও তৈরি হয়। দুজনই একসঙ্গে উত্তর দিয়ে ছুটে আসে।
‘সিঙ্গেল মাদার’ ব্যাপারটা কীভাবে উপভোগ করছেন?
আর দশটা মায়ের মতোই। অনুভূতি একদমই এক। হয়তো বাড়তি কিছু দায়িত্ব পালন করতে হয়। ব্যস, এটুকুই।
তিনজন মানুষকে ব্যাগে পুরে নিয়ে সব সময় আপনার সঙ্গে রাখার ক্ষমতা দেওয়া হলো। কাদের রাখবেন?
আমার বাবা, মা আর মেয়ে। কিন্তু আমার প্রিয় মানুষগুলোকে ব্যাগে পুরব না। সঙ্গে রাখব।
ফেবারিট ফ্যান মোমেন্ট?
অনেক বছর আগে একটা পরিবার চট্টগ্রাম থেকে দেখা করতে আসে আমার সঙ্গে। পরিবারের নারী সদস্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার শেষ ইচ্ছা রাখতেই পুরো পরিবারটা দেখা করতে আসে। ভীষণ আলোড়িত হয়েছিলাম সেদিন!
দশ বছর পর নিজেকে কীভাবে দেখতে চান?
কাজের ক্ষেত্রে কিছু ছোট ছোট ইচ্ছা আছে, সেগুলো অর্জন হয়েছে দেখতে চাই। এ ছাড়া এখন যেমন আছি, ঠিক তেমনটাই থাকার ইচ্ছা। হা… হা… হা…।
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
আর্ট ডিরেকশন: দিদারুল দিপু
ছবি: সৈয়দ অয়ন