সঙ্গানুষঙ্গ I বেলাভূমির বিস্ময়
গয়নায় সমুদ্রতটের অনুরণন। মানে, সৈকতে পাওয়া শামুকের তৈরি আভরণ। হালের ট্রেন্ড। মিনিমালিস্টিক, নজরকাড়া
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে…
সৈকতে বেড়িয়ে ফিরে আসার সময় ঝিনুক আর কড়িতে তৈরি পলকা গয়না তো সঙ্গে থাকবেই। মালা, চুড়ি, টায়রা, আংটি, হেয়ার ব্যান্ড— এমন কিছু নেই, যা সমুদ্রতটের বিপণিতে পাওয়া যাবে না। ঝিনুক শামুকের রূপশৈলীর আদ্যোপান্ত ক্রেতার সামনেই তৈরি হয়ে থাকে। সমুদ্র থেকে পাওয়া ম্যাটেরিয়ালে তৈরি গয়নার জোয়ার এসেছে হালের ফ্যাশনে। নামকরণও হয়েছে— শেল জুয়েলারি।
ফ্যাশনে এখন মিনিমালিস্টিকের ধারা বহমান! গয়নার ট্রেন্ডটাও সেদিকেই। ফলে, জবরজং নয়, বরং পরিশীলিত নকশার জয়জয়কার। শেলের গয়নাতে মিসম্যাচ সেভাবে দেখা যাচ্ছে না; বরং যেকোনো একধরনের র ম্যাটেরিয়াল দিয়েই তৈরি হচ্ছে গয়না। যেহেতু এখানে নকশাতে প্রকৃতির সিদ্ধান্তই চূড়ান্ত, তাই প্রতিটি শেলের খাঁজেই রয়েছে স্বকীয় সৌন্দর্য। রঙের ক্ষেত্রেও শেল অন্য এক নান্দনিকতার সন্ধান দেয়।
দ্য লিটল মারমেইডের এরিয়েলকে শেলের গয়নায় সাজতে দেখা যায়। সম্ভবত এরই প্রভাবে শামুকে তৈরি গয়নার কদর চলছে কয়েক বছর ধরে। তবে এতে মেটালের ব্যবহার শুরু হয়েছে। গোল্ড আর রোজ গোল্ড ব্যবহারে নকশায় আনা হচ্ছে পরিবর্তন। শেলের অলংকারে সোনা রং দ্যুতি ছড়ায়। মেটালের মধ্যে সোনার গয়নার আলাদা আভিজাত্যের কথা তো জানি সবাই। রুপার শুভ্রতা সব সৌন্দর্যের সরলীকরণকে ছাড়িয়ে যায়। শেলের গয়নায় দারুণ মানায়। হালের রোজ গোল্ড কিন্তু পিছিয়ে নেই। বেশ কিছু গয়নাতেই দেখা যাচ্ছে এর জাদু। শেলের গয়নার ডিটেইলিংয়ে মেটালও ভূমিকা রাখে।
এই জুয়েলারিতে সেজে উঠতে আলাদা করে বিশেষ উপলক্ষের দরকার নেই। আবার বিশেষ আয়োজনে এড়িয়ে যেতে হবে, এমনটাও নয়। শেলের গয়না সাধারণত বাহুল্যবর্জিত।
শেলের গয়না বেছে নিলে পোশাকের দিকে একটু আলাদা করে নজর দিতে হয়। একরঙা পোশাকে যেকোনো অলংকারই দৃষ্টি কাড়তে সক্ষম। এই গয়নার ক্ষেত্রে কথাটা বেশি খাটে। পোশাক এক রঙের হলে ফোকাল পয়েন্ট নির্ধারণ সহজ হয়। তবে রঙের ক্ষেত্রে কোনো বাধা নেই। উজ্জ্বল যেমন মানিয়ে যাবে, তেমনি শান্ত রং কোমলতা বিলাবে। নীল, সাদা, হলুদ, টারকোয়েজ, গোলাপি কিংবা সবুজের ছোঁয়া— যেকোনোটাই বেছে নেওয়া যায়। গলায় শেলের গয়না একরঙা ফ্যাব্রিকে ভালো লাগবে। পোশাকের নকশায় নেকলাইনের গুরুত্ব দিতে হবে এ ক্ষেত্রে। নইলে চোকার ধরনের নকশা ঢাকা পড়ে যাবে। ওয়াইড এবং লো কাট নেকলাইন বেছে নেওয়া চাই। শেল ব্রেসলেট পরার বিষয়ে স্লিভ কনুইয়ের একটু নিচ পর্যন্ত হতে পারে। স্লিভলেসে মানাবে খুব। পায়ে যদি থাকে শেলের গয়না, তাহলে বেয়ার ফুট স্যান্ডেল পরাই ভালো।
শেলের সৌন্দর্য প্রাকৃতিক। সাজে তাই পরিমিত হতে হবে। হালকা বেস, পিঙ্ক কিংবা ন্যুড শেড লিপস্টিক। আইলাইনারের সূক্ষ্ম টান আর মাসকারার ছোঁয়ায় দীর্ঘ আঁখিপল্লব।
সারাহ্ দীনা
মডেল: জুঁই ও মাহি
জুয়েলারি: ক্যানভাস
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন