আজকের রাশি I ৬ জানুয়ারি
মেষ
বাতিল কোনো কিছুই আজ বেশ কাজে লাগবে আপনার। মজা পাবেন।
বৃষ
মুখের শব্দ কিন্তু ছোড়া বুলেটের চেয়েও ভয়ংকর। সচেতনতা কাম্য।
মিথুন
তেতে আছেন বেশ। আজ নিজের জায়গাটুকু পাবেন।
কর্কট
হঠাৎ দেখা হওয়া কাউকে নিয়ে মেতে থাকবেন আজ। চনমনে দিন কাটাবেন।
সিংহ
উৎসাহ ফিরে পাবেন নতুন কিছু করার। আজ জেগে ওঠার দিন।
কন্যা
অলক্ষ্যে কেউ কিছু বলতে চাইছে। শুনতে পাচ্ছেন কি!
তুলা
আজ সেই অসাধ্য সাধন করতে যাচ্ছেন।
বৃশ্চিক
গা ঝাড়া দিয়ে আজ গর্জে ওঠার দিন। অপেক্ষায় রইলাম।
ধনু
পিছনের কিছু একটা বেশ টানবে। আবেগে আপ্লুত থাকবেন।
মকর
কাছের কোনো কিছুকে আজ বেশ দূরের মনে হতে পারে; তবে কাছে টেনে নেওয়ার অদ্ভুত কৌশল বেশ জানা আছে আপনার।
কুম্ভ
ভালো না বাসাটাও কি একধরনের ভালোবাসা! আজ অদ্ভুত এক সমীকরণ মেলাতে যাচ্ছেন।
মীন
সিদ্ধান্ত গ্রহণে মুনশিয়ানার পরিচয় দিতে হবে আজ। নতুবা বিপদ।