কুন্তলকাহন I তারহীন
চুলের তাৎক্ষণিক সাজের জন্য। অফিসে, ভ্রমণে কিংবা গার্হস্থ্য কাজের ফাঁকে। চটজলদি
অনেক সময় এমন হয় যে হঠাৎ করেই দাওয়াত পড়ে গেল, কিংবা পার্টি। অথবা বন্ধুরা হঠাৎই ডাকল গেটটুগেদারে। কিন্তু চুলের অবস্থা শোচনীয়। পার্লারে যাওয়ারও সময় নেই। ঘরে বসে করলেও বিপত্তি! কেননা হেয়ারস্টাইলিং টুলটি ইলেকট্রিক লাইনে জুড়ে দিয়ে বসে থেকে কাজটি করে নিতে হবে। এদিকে অন্য ব্যস্ততার কারণে এক জায়গায় বসে থাকাও সম্ভব হচ্ছে না। এসব চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায়ও এখন রয়েছে। রান্না করতে করতে কিংবা অফিসে বসে স্টাইলিংয়ের কাজটি সেরে নেওয়া যায়। আর অবশ্যই নিজের মনমতো স্টাইল করে নেওয়া সম্ভব। রান্নার সময়ে কার্লিং? কেন নয়? যখন কর্ডলেস হেয়ার টুলস হাতের কাছেই, তখন নিশ্চয়ই আগের অবস্থায় বা ব্যবস্থায় চুল স্টাইলিং নয়। বেছে নেওয়া যায় পছন্দমতো কর্ডলেস হেয়ার টুল, যা একসঙ্গে কয়েকটি কাজ করার স্বাধীনতা দেবে—যেকোনো সময়, যেকোনো জায়গায়। এখন কর্ডলেস এই যন্ত্র রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। বাজারে বিভিন্ন আকারের ও প্রকারের এ হেয়ারস্টাইলিং টুল পাওয়া যাচ্ছে। এতে সহজ হচ্ছে চুলের সাজ। অনায়াসে বহনযোগ্য বলে যেকোনো জায়গায় এর সাহায্যে কাজ করা যায়। এগুলোর মধ্যে একটি অ্যামিকা মভোস ওয়্যারলেস স্টাইলার। এর টাইটানিয়াম প্লেটগুলো সহজেই চুলের মধ্যে চালানো যায় এবং প্রান্তগুলো কার্ল করে নেওয়া যায় নিপুণভাবে। সিএইচআই একটি ব্যতিক্রমী কর্ডলেস কার্লিং আয়রন। ছোট আকারের বলে এর পাওয়ারকে হেলাফেলা করতে নেই। এই আলট্রা-কমপ্যাক্ট কার্লারটিকে সহজেই ক্লাচে রেখে দেওয়া যায় এবং অনুষ্ঠান শুরুর আগে চুল রিফ্রেশ করে নিতে জুড়িহীন। হট এয়ার ব্রাশ অফিসের ডেস্কের ড্রয়ারে রাখা যায়। লাঞ্চের বিরতিতে বা কিছুটা ফ্রি টাইম পেলে, চুলে দেওয়া যায় স্ট্রেইট বা কার্লি টাচ। পরিপাটি ও চৌকস লুকের জন্য। ট্রাভেলের সময় চুল নিয়ে বেশি ঝামেলায় পড়তে হয়। এর জন্য রয়েছে ট্রাভেল স্মার্ট থার্মাসেল স্ট্রেইটনার। ট্রেন, বাস বা গাড়ি—যে বাহনেই যাওয়া হোক না কেন, এটি দিয়ে চলার পথেই সহজে চুল পরিপাটি করে নেওয়া যায়। এতে সময়ও বাঁচে। এই কর্ডলেস স্ট্রেইটনার ৪১৯ ডিগ্রি পর্যন্ত উত্তাপ দেয়, তাই দ্রুত মসৃণতা পেতে শুধু একবার চুলের উপরে চালিয়ে নিলেই চলবে। রিচার্জেবল কার্লিং আয়রনও হতে পারে ভ্রমণসঙ্গী। ক্যারি-অন ব্যাগে ১০ ইঞ্চির এই কার্লার সহজেই বহন করা যায়। ভ্রমণের ঝক্কি সামলানোর জন্য। ব্যবহারের পরে মনে হবে যেন সেলুন থেকেই আসা হলো। এবার চুলের সেটিং নিয়ে দুশ্চিন্তার দিন শেষ।
তাসমিন আহমেদ
মডেল: আন্নি
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন