একঝলক
টপ অব মাইন্ডের যুগপূর্তি
আনন্দঘন পরিবেশে দেশের বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ডের যুগপূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে দিনব্যাপী মেজবানের আয়োজন করা হয়। উৎসবে দেশের করপোরেট নেতৃবৃন্দ এবং গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির সিইও কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনসাল জিয়াউদ্দিন আদিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। একই সঙ্গে অর্ধশত কেক কেটে উদ্্যাপনকে আরও মাতিয়ে রাখা হয়। দিনভর ছবি তোলার জন্য ছিল দুটি ফটো বুথ। এ ছাড়া ছিল ঐতিহ্যবাহী টিয়া পাখির ভাগ্যগণনা, হাওয়াই মিঠাই এবং এয়ারগান দিয়ে বেলুন নিশান করার মতো বিনোদনের ব্যবস্থা। উৎসব উদ্যাপনে আরও উপস্থিত ছিলেন টপ অব মাইন্ডের সিএফও সালমা আদিল, মাস্টহেড পিআরের ডিরেক্টর রাশেদুল মাজিদ মামুন, মিডিয়া ডিরেক্টর সাইয়েদা ঝুমুর, স্টারকমের মিডিয়াপ্রধান রিপা খান, ব্র্যান্ড কার্টের সিইও মাহবুব রহিম উদয় প্রমুখ।
জাপানি মোটিফের কালেকশন
বাজারে নতুনভাবে জাপানি মোটিফের ডিজাইনে পোশাক নিয়ে এসেছে দেশের ফ্যাশন ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। দেশীয় ঐতিহ্যের সঙ্গে জাপানি ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি হয়েছে এই কালেকশন। ভোক্তাদের নতুন কিছু পরিবেশন করার জন্যই এমন উদ্যোগ। নতুন এসব পোশাকের মধ্য দিয়ে জাপানের বিভিন্ন ঐতিহ্য ও ধারাকে তুলে ধরা হয়েছে।
নতুন এই কালেকশনে ছেলেদের জন্য থাকছে জাপানি মোটিফের বিভিন্ন রঙের শার্ট, সলিড, স্ট্রাইপড ও প্রিন্টেড পোলো শার্ট, টি-শার্ট, জিনস, চিনো প্যান্টস, ইজি প্যান্ট ইত্যাদি। এবং মেয়েদের জন্য বিভিন্ন রঙের কামিজ, টপস, টিউনিক, জিনস, লেগিংস, পালাজোসহ থাকছে আরও অনেক পণ্য।
ওরিয়ন ফুটওয়্যারের নতুন আউটলেট
ওরিয়ন ফুটওয়্যার সম্প্রতি রাজধানীর মহাখালীতে এস কে এস টাওয়ারে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে। ওরিয়ন ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মিনহাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে সব পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়।
প্রাভা হেলথের অ্যানুয়াল মেম্বারশিপ প্ল্যানসের আনুষ্ঠানিক যাত্রা শুরু
‘প্রাভা হেলথ অ্যানুয়াল মেম্বারশিপ প্ল্যানস’-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে রোগীরা সাশ্রয়ী ও সুবিধাজনক উপায়ে স্বাস্থ্যসেবা পাবে। অ্যানুয়াল মেম্বারশিপ প্ল্যানে থাকছে সুদক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ। প্রতিষ্ঠানের সদস্যদের পাঁচ বছরের কম বয়সের শিশুদের বিনা মূল্যে সেবা প্রদান ছাড়াও থাকছে সব ধরনের পরিষেবায় ২৫% ছাড়।
প্রাভা সিলভার, প্রাভা গোল্ড ও প্রাভা প্ল্যাটিনাম—এই তিন পরিকল্পনার মধ্য থেকে গ্রাহক যেকোনো একটি সেবা বেছে নিতে পারবেন। এতে বার্ষিক খরচ হবে যথাক্রমে ৩৫০০, ৭৫০০, ও ১৫০০০ টাকা। এতে ডায়াগনিস্টের বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সেটও অন্তর্ভুক্ত রয়েছে; গোল্ডের জন্য ১২টি এবং প্ল্যাটিনামের জন্য ২৫টি।
যেকোনো তথ্য ও সেবা নিতে কল করা যাবে ১০৬৪৮ নম্বরে অথবা ভিজিট করা যাবে https://praavahealth.com/membershipplans