বুলেটিন
হুদার এনজাইম আসক্তি
উইশফুল। জনপ্রিয় বিউটি গুরু হুদা কাত্তানের নতুন স্কিন কেয়ার ব্র্যান্ড। যার মূল লক্ষ্য সুস্পষ্ট এর ট্যাগলাইনে। মেকিং স্কিন ড্রিমস কাম ট্রু। সম্প্রতি বাজারে এসেছে ব্র্যান্ডটির প্রথম পণ্য। ইয়ো গ্লো এনজাইম স্ক্রাব। তৈরি হয়েছে আনারস ও পেঁপের এনজাইম থেকে। ত্বকে উজ্জ্বলতা সঞ্চারের জন্য। লাইটওয়েট ফর্মুলায় তৈরি স্ক্রাবটিতে মিলবে এএইচএ, বিএইচএ ও ফলের নির্যাস। দূষণ দূর করে, মৃতকোষ সারিয়ে এটি মসৃণ করে তুলবে মুখত্বক। হুদার দাবি, এটি ব্যবহারের পর ফাউন্ডেশন মাখার কাজটা অনেক সহজ হয়ে যায়। মেশেও নিখুঁতভাবে। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী স্ক্রাবটি মিল্কি টেক্সচারের। তাই ত্বকের জন্যও খুব কোমল। ক্রুয়েলটি ফ্রি ফর্মুলায় তৈরি স্ক্রাবগুলোতে মিলবে না সালফেট আর প্যারাবেনের ছিটেফোঁটাও। তাই নিরাপদ। দাম পড়বে ৩৯ ডলার।
অ্যালবিনিজমে আইল্যাশ
সমীক্ষায় জানা গেছে, বিশ্বজুড়ে প্রতি আঠারো হাজারের মধ্যে একজন অ্যালবিনিজমযুক্ত ব্যক্তি রয়েছে। তবে সৌন্দর্যবিশ্বে অ্যালবাইনোরা বরাবরই অবহেলিত। তাদের ত্বক বা চুলের রঙের সঙ্গে মানানসই বিউটি প্রডাক্ট বাজারে নেই বললেই চলে। তবে সে আক্ষেপ ঘুচতে চলেছে খুব শিগগির। বিশেষভাবে শুধু অ্যালবাইনোদের জন্য তৈরি প্রডাক্ট নিয়ে বাজারে আসতে যাচ্ছে ‘আইভরি বিউটি’। প্রতিষ্ঠাতা জেনিফার রেনে একজন অ্যালবাইনো বিউটি ইনফ্লুয়েন্সার। প্রথম পর্যায়ে দুই ধরনের আইল্যাশ আনা হচ্ছে। ব্লন্ড শেডের ‘ব্লন্ডি’ আর সাদা আইল্যাশের নাম রাখা হয়েছে ‘আইসি’। ১৯ ডলার দামের এ আইল্যাশগুলো ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। অ্যালবিনিজম ত্বক এবং চুলের বিশেষ এক ধরনের অবস্থা। মূলত পিগমেন্টেশন অথবা কালারেশনের অভাবে এর সৃষ্টি হয়।
সেলেনার সৌন্দর্যযাত্রা
তৃতীয় সলো স্টুডিও অ্যালবাম ‘রেয়ার’ দিয়ে বছরটা শুরু করেছিলেন সেলেনা গোমেজ। কিন্তু তখনই বোঝা যায়নি নামটির বিশেষত্ব কী আসলে! রহস্য কেটে গেল গত মাসেই। ঘোষণা এসেছে সৌন্দর্যবিশ্বে যাত্রা শুরু করতে চলেছেন আমেরিকান এই সংগীতশিল্পী। ব্র্যান্ডের নামটা সেই অ্যালবামের নামেই। রেয়ার বিউটি। তার দেওয়া ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টের বরাতে জানা গেছে, গেল দুই বছর সেলেনা কাজ করেছেন এর জন্য। আসছে সামারে শুধু নর্থ আমেরিকার সেফোরার স্টোরগুলোতে মিলবে রেয়ার বিউটির সব পণ্য। খোলা হয়েছে রেয়ার বিউটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজও। যা পাবলিশ হবার ঘণ্টাখানেকের মধ্যেই ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে মিলিয়নের বেশি। প্রথম দফায় ফাউন্ডেশন, কনসিলার, মাসকারা আর লিপস্টিক আনার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির।