আজকের রাশি I ১৮ মার্চ
মেষ
অনেক তো হলো, এবার কি একটু মুখ তুলে তাকানো যায়।
বৃষ
বেখাপ্পা কিছু সময় চেপে ধরতে পারে। সামলাতে হবে কৌশলে।
মিথুন
খেলাচ্ছলের কোনো ব্যাপার সিরিয়াস রূপ নিতে চাইবে। সাবধান।
কর্কট
গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন হয়তো। আজ তার সমাপ্তি ঘটবে।
সিংহ
হয়তো হৃদয়বিদারক, তবু হৃদয় দিয়ে কিছু একটার মোকাবিলা করতে হবে আজ।
কন্যা
নিপুণ মুনশিয়ানার পরিচয় দিয়ে মুগ্ধ করতে যাচ্ছেন। কনগ্রাচুলেশনস।
তুলা
শিকড়ের টানটা অনুভূত হবে আজ। দিন না একটু সময়।
বৃশ্চিক
সকল কাঁটা ধন্য করে দিনটাকে নিজের করে নিতে যাচ্ছেন। পারবেনও।
ধনু
হাল ছাড়বেন না। অনেক কিছু সামলাতে হবে আজ।
মকর
আজ মৌনতায় মুক্তি পাবেন।
কুম্ভ
আজ প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন।
মীন
স্বপ্ন আর বাস্তব কি কোনো দিন এক হয়? আজ এ প্রশ্নের উত্তর পাবেন।