আজকের রাশি I ২৩ মার্চ
মেষ
উফ্! কী অনাবিল সুন্দর দিন রে বাবা! চনমনে থাকছেন আজ।
বৃষ
কাঁটা কাঁটা কথা বলবে কেউ। বেশির ভাগই অপ্রয়োজনীয়।
মিথুন
সাদামাটাভাবে দিনটা শুরু হলেও শেষ হবে মহাসমারোহে!
কর্কট
উদ্দম আর পরিশ্রম দিয়ে যে এফোঁড়-ওফোঁড় করে ফেলবেন।
সিংহ
আপনার সৃজনশীল পেশার সুনাম বাড়বে আজ।
কন্যা
পরিবারের কারও অসুস্থতা ভাবিয়ে তুলতে পারে।তবু নিশ্চিন্ত থাকুন।
তুলা
কারও অনধিকার চর্চায় বেশ ক্ষেপবেন। তবে আপনার ভাবনা অনুকূলে।
বৃশ্চিক
কারও বিচিত্রতায় মুগ্ধ হবেন। অদ্ভুত কোনো ব্যাপার কিন্তু নয়।
ধনু
জিলেপির প্যাঁচ গুনতে শুরু করবেন আজ। ধৈর্য কিন্তু আপনার প্রচুর।
মকর
তেমন কিছু না টাইপের কিছু ঝামেলা ভিড়তে পারে কাছে। বুড়েগা আঙুল দেখান।
কুম্ভ
কেউ দোষারোপ করলেই দোষ কাঁধে নেওয়ার কিছু নেই।
মীন
সরল বিশ্বাসের জায়গাটায় নাড়া খেতে পারেন। মানুষ বড় বিচিত্র।