দাম্পত্যের রেকর্ড
জুলিও সিজার মোরা এবং ওয়ালড্রামিনা ম্যাক্লোভিয়া কুইন্টেরোস। বাস করেন ইকুয়েডরের রাজধানী কিটোতে। তাদের বিয়ে হয় ১৯৪১ সালে। ৭৯ বছর পরেও সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন এই দম্পতি। এর আগে এত দীর্ঘ দাম্পত্য জীবনের হদিস পায়নি বিশ্ব। তাই তাদের দাম্পত্য রেকর্ড গড়েছে। ঠাঁই পেয়েছে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’।
মোরার বর্তমান বয়স ১১০ বছর। স্ত্রী কুইন্টেরোসের ১০৪। এই জুটির যখন প্রথম দেখা হয়েছিল, তখন উভয়েই ছিলেন স্কুলপড়ুয়া। কুইন্টেরোসের বোনের সঙ্গে মোরার চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই সূত্রেই তাদের দেখা। তারপর বন্ধুত্ব। বন্ধুত্বের সাত বছর পেরোনোর পর বিয়ে। ১৯৪১ সালের ৭ ফেব্রুয়ারি। দুই পরিবারের কেউই রাজি ছিল না এই বিয়েতে। তাই বিষয়টি সে সময় গোপন করেছিলেন দুজনেই।
মোরা-কুইন্টেরোস দম্পতির ৫ সন্তান। তা ছাড়া আছে ১১ জন নাতি-নাতনি, ২১ জন প্রপৌত্র ও ৯ জন প্রপৌত্রের সন্তান।
এই দম্পতির এক কন্যা অরা সিসিলিয়া জানিয়েছেন, তাদের বাবা-মা একসঙ্গে সিনেমা, থিয়েটারে যেতে, বাগান করতে, পরিবার ও বন্ধুদের সঙ্গে খাবার খেতে পছন্দ করেন এবং আনন্দ পান। যদিও মহামারির কারণে তারা অনেক দিন একসঙ্গে বসা থেকে বিরত থেকেছেন। বাবা-মা পরিবার ও প্রিয়জনের সঙ্গে আবার মিলিত হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজনেরা।