আপারলিপ থ্রেডিং অপশন
আপারলিপে হালকা গোঁফের রেখা দেখা দিলেই কেউ ছোটেন পার্লারে। থ্রেডিং অথবা ওয়াক্সিংয়ের জন্য। বাসায় বসেও কেও ব্যবহার করেন রেজর অথবা হেয়ার রিমুভাল ক্রিমর মত অপশনগুলো। কিন্তু যাদের কাছে এর কোনটাই নিরাপদ মনে হয় না তাদের জন্য সেরা প্রাকৃতিক সমাধান। ব্যাথা কম হবে, ত্বকেরও ক্ষতি করবে না।
ডিমের সাদা, সঙ্গে কর্ণফ্লাওয়ার
একটা ডিমের সাদা অংশ, সঙ্গে এক চা-চামচ কর্ণফ্লাওয়ার আর এক চা-চামচ চিনি- সব মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ঠোঁটের উপরের লোম যুক্ত অংশে মেখে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে নিন। সপ্তাহে দুবার, টানা একমাস ব্যবহারে লোম তো উঠবেই, বৃদ্ধিও কমে যাবে।
দই আর বেসন
সমপরিমাণ টক দই আর বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে ঠোঁটের উপরের অংশে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। তারপর ঠা-া পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পেস্টটি মুখত্বকের লোমকূপগুলো খুলে দেয়। ফলে ফলিকল আলগা হয়ে খুব সহজেই লোম উঠে আসে। সপ্তাহে দু’বার নিয়মিত করলেই লোমের ঘনত্ব ধীরে ধীরে কমে যাবে।