কি করেন কোরিয়ানরা?
তাদের ঈর্ষণীয় সৌন্দর্যের সহজ কৌশলগুলো রইল আপনাদের জন্য।
১. পানিতে লেবু মিশিয়ে তার ভাপ নেন কোরিয়ানরা। এতে ত্বক পরিষ্কার হয় গভীর থেকে। সারে অ্যাকনে আর ব্রণ। উজ্জ্বলতাও বাড়ে।
২. টাওয়েল স্ক্রাব কোরিয়ানদের রূপচর্চার একটি বিশেষ কৌশল। ফেস টাওয়েল ঈষদুষ্ণ পানিতে ভিজিয়ে ভালোভাবে চিপে নিয়ে তা আলতো করে ঘষে নেওয়া হয় চেহারায়। মৃতকোষ দূর হয়। ঝকঝকে উজ্জ্বল হয়ে ওঠে চেহারা।
৩. ‘মা ম্যা মি মো মু’ জোরে জোরে উচ্চারণ করুন মিনিট দশেক। কোরিয়ান ফেশিয়াল এক্সারসাইজ হয় এই উপায়ে। নিয়মিত প্র্যাকটিসে দূর করে ত্বকের বলিরেখা আর বুড়িয়ে যাওয়া ভাব।
৪. ময়শ্চারাইজার মাখার আগে তা হাতের চেটোতে নিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এটা কোরিয়ান টেকনিক। এতে উষ্ণ হয়ে উঠবে ক্রিম। তারপর তা মুখে চেপে চেপে বসালে দ্রুত শুষে নেবে ত্বক।
৫. ফ্রোজেন মিল্ক কিউব মুখত্বকে ঘষে নিতে খুব পছন্দ করেন কোরিয়ানরা। এতে ত্বক দেখায় সতেজ, উজ্জ্বল এবং দাগছোপ মুক্ত।